February 9, 2023, 8:20 am
হবিগঞ্জপতিনিধি: আজ বৃহস্পতিবার (১৪ এপ্রিল) আকস্মিক বজ্রাঘাতে তিন জনের মৃত্যু হয়। হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পৃথকস্থানে বজ্রাঘাতের ঘটনায় দুই শিক্ষার্থীসহ তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই জন।
নিহতরা হলেন উপজেলার খাগাউড়া ইউনিয়নের এড়ালিয়া গ্রামের শামসুল মিয়ার ছেলে আলমগীর মিয়া (২৬), একই উপজেলার কাতারী মহল্লার আক্কল আলীর ছেলে শিক্ষার্থী হুসাইন মিয়া (১২) ও জাতুকর্নপাড়া মহল্লার আব্দুর রহমানের কন্যা রুমা বেগম (১৩)।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন এ তিনটি মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার সকাল থেকে জেলার বানিয়াচং উপজেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও বজ্রপাত হচ্ছিল। সকাল সাতটার দিকে ষষ্ঠ শ্রেণির ছাত্রী রুমা বাড়ির পাশের মাঠ থেকে লাকড়ি আনতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায়।
অন্যদিকে সকালে কৃষক আলমগীর মিয়া ও শিশু হোসাইন আহমদ বাড়ির পাশে হাওরে ধান কাটতে যান। এ সময় বজ্রপাত শুরু হলে দুজন বিদ্যুতায়িত হন। আশপাশের কৃষকেরা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।