November 30, 2023, 4:56 am
স্টাফ রিপোর্টারঃ “সবুজে বাঁচি, সবুজ বাঁচাই, নগর-প্রাণ-প্রকৃতি সাজাই” এই স্লোগানকে সামনে রেখে বানিয়াচং দরিদ্র চ্যারিটি ফাউন্ডেশন হবিগঞ্জের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জুলাই) দুপুরে বানিয়াচং উপজেলার চার পাশে , বানিয়াচং টু হবিগঞ্জ রোডে দু পাশে এবং বানিয়াচং টু নবিগঞ্জ রোডে বিভিন্ন ধরনের ফলজ ও বনজ বৃক্ষরোপণ করা হয়।
বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন বানিয়াচং উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাঈম হাসান পুলক
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিষ্ট ব্যবস্থায়ী খলিলুর রহমন।
সংগঠনের পক্ষে আরও উপস্থিত ছিলেন, বানিয়াচং উপজেলার টিম লিডার শুভ্র ইমন, আর এস রিপন , সজীব আচার্য্য, শাকিল আহমেদ, তকসির আহমেদ, সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দরিদ্র চ্যারিটি ফাউন্ডেশন বানিয়াচয়ের অন্যান্য সদস্যবৃন্দ।
এ বিষয়ে দরিদ্র চ্যারিটি ফাউন্ডেশন বানিয়াচং উপজেলার টিম লিডার শুভ্র ইমন জানান, “বিশ্ব পরিবেশ” দরিদ্র চ্যারিটি ফাউন্ডেশন প্রতিবছরই দেশের প্রতিটি জেলা উপজেলায় এই কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। তারই ধারাবাহিকতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।