1. mahfujpanjeree@gmail.com : Mahfuzur-Rahman :
  2. admin@samagrabangla.com : main-admin :
  3. mahmudursir@gmail.com : samagra :

বাংলাদেশের নীতি নির্ধারণ

  • Update Time : শুক্রবার, জানুয়ারি ২৯, ২০২১

বাংলাদেশে অর্থনৈতিক নীতি নির্ধারণ ও উন্নয়ন প্রকল্প অনুমোদন সংক্রান্ত সর্বোচ্চ অর্থনৈতিক সংস্থা- জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের নির্বাহী পরিষদ- এর সভাপতি প্রধানমন্ত্রী, বিকল্প চেয়ারম্যান- অর্থমন্ত্রী।
জাতীয় সংসদে স্থায়ী কমিটির সংখ্যা- ৫০টি; মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটি- ৩৯টি এবং সংসদ সম্পর্কিত স্থায়ী কমিটি- ১১টি।
দেশের দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য সর্বোচ্চ কর্তৃপক্ষ- জাতীয় অর্থনৈতিক পরিষদ।
প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)- বিভাগ, জেলা, উপজেলা, থানা ও পৌরসভা ইত্যাদি প্রভৃতি গঠন ও পুনর্বিন্যাস অনুমোদন করে; নিকার প্রতিষ্ঠিত হয়- ১৯৮২ সালে।
জাতীয় কৃষ্টি ও সংস্কৃতি রক্ষার বিষয়টি জাতীয় স্বার্থের গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে বিবেচনা করে সেই অনুযায়ী নীতি নির্ধারিত হয়ে থাকে।
বাংলাদেশের বৈদেশিক নীতি নির্ধারিত হয়- সংবিধানের ২৫ নং অনুচ্ছেদ অনুযায়ী।
দেশের জরুরি অবস্থা ও ক্রান্তিকালে নীতি নির্ধারণ করা হয়- ১৪১ক অনুচ্ছেদ অনুযায়ী।
বাংলাদেশের রাষ্ট্রপ্রধান- রাষ্ট্রপতি।
বাংলাদেশের সরকার প্রধান- প্রধানমন্ত্রী।
প্রজাতন্ত্রের নির্বাহী দায়িত্ব পালন করেন- মন্ত্রিগণ।

তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

More News Of This Category