1. mahfujpanjeree@gmail.com : Mahfuzur-Rahman :
  2. admin@samagrabangla.com : main-admin :
  3. mahmudursir@gmail.com : samagra :

বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সমূহ

  • Update Time : বুধবার, ফেব্রুয়ারি ৩, ২০২১

গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান :

বাংলা একাডেমি
বাংলা একাডেমী প্রতিষ্ঠিত হয় – ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর ।
বাংলা একাডেমী পূর্ব নাম – বর্ধমান হাউস।
ভাষা আন্দোলনের ফলে যে প্রতিষ্ঠানটি সৃষ্টি হয় – বাংলা একডেমী।
বাংলা একাডেমির প্রথম সভাপতি – মওলানা মোহাম্মদ আকরাম খাঁ।
বাংলা একাডেমির প্রথম পরিচালক ছিলেন – ড. মাযহারুল ইসলাম।
বাংলা একাডেমির প্রথম প্রকাশনা – বাংলা একাডেমি পত্রিকা (১৩৬৩ বঙ্গাব্দ, ইংরেজি ১৯৫৭)।
‘নজরুল চত্বর’ ও ‘নজরুল মঞ্চ’ অবস্থিত – বাংলা একাডেমিতে।
বর্তমনে বাংলা একাডেমিতে বিভাগ রয়েছে – ৪টি।
বর্তমানে বাংলা একাডেমি থেকে সাময়িকী প্রকাশিত হয় – ৫টি।
বাংলা একাডেমি স্বাধীনতা পুরস্কার লাভ করে – ২০১০ সালে।

♦ বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (BARD):
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমীর প্রতিষ্ঠাতা – আখতার হামিদ খান।
BARD নামক বহুমুখী সমবায় প্রতিষ্ঠানটি অবস্থিত – কুমিল্লার কোর্টবাড়িতে।
BARD প্রতিষ্ঠা লাভ করে – ২৭ মে, ১৯৫৯।
বর্তমানে BARD এর পৃষ্ঠপোষক – বাংলাদেশ সরকার।
BARD -এর প্রধান কর্মকর্তার পদ – মহাপরিচালক।

♦ পল্লী উন্নয়ন একাডেমি (RDA)
পল্লী উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠিত হয় – ১৯ জুন, ১৯৭৪।
পল্লী উন্নয়ন একাডেমি -LGRDC- এর অধীন।
পল্লী উন্নয়ন একাডেমির অবস্থান – শেরপুর, বগুড়া।

♦ বাংলাদেশ শিশু একাডেমি
বাংলাদেশ শিশু একাডেমি প্রতিষ্ঠিত হয় – ১৫ জুলাই, ১৯৭৭।
বাংলাদেশ শিশু একাডেমির প্রতিষ্ঠাতা – রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
শিশু একাডেমি প্রকাশিত সচিত্র মাসিক পত্রিকাটির নাম – শিশু।
শিশু একাডেমি জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতা প্রবর্তন করে – ১৯৭৮ সাল থেকে।

♦ উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউট
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক একাডেমি অবস্থিত – বিরিশিরি, নেত্রকোনা।
উপজাতীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠান – ৮টি।
বাংলাদেশের প্রথম উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউট অবস্থিত – রাঙ্গামাটিতে।
বাংলাদেশেল প্রথম উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় – ১৯৭৮ সালে।
উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউটের প্রধান কর্মকর্তার পদবি – পরিচালক।
রাখাইন সাংস্কৃতিক ইনস্টিটিউট অবস্থিত – রামু, কক্সবাজার।

♦ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট(BARI)
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় – ১৯৭৬ সালের ৪ আগস্ট।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট অবস্থিত – জয়দেবপুর, গাজীপুর।
BARI-এর অধীন শস্য গবেষণা কেন্দ্র রয়েছে – ৭টি।
BARI-এর অধীন আঞ্চলিক গবেষণা শাখা রয়েছে – ৬টি।

♦দুর্নীতি দমন কমিশন
দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠিত হয় – ২১ নভেম্বর, ২০০৪।
দুর্নীতি দমন কমিশন – ৩ সদ্য বিশিষ্ট ( ১ জন চেয়াম্যান ও ২ জন সদস্য)।
দুর্নীতি দমন কমিশনের প্রধানের পদবি – চেয়ারম্যান।
দুর্নীতি দমন কমিশনের প্রথম চেয়ারম্যান – বিচারপতি সুলতান হোসেন খান।
দুর্নীতি দমন কমিশনের বর্তমান চেয়ারম্যান – এম বদিউজ্জামান (২৪ জুন, ২০১৩-বর্তমান)।
দুর্নীতি দম কমিশনের চেয়ারম্যানের পদমর্যাদা – পূর্ণাঙ্গ মন্ত্রীর সমান।
দুর্নীতি দমন কমিশনের সদস্যদের পদমর্যদা – হাইকোর্টের বিচারপতির সমন।

♦ জাতীয় মানবাধিকার কমিশন
জাতীয় মানবাধিকার কমিশ প্রতিষ্ঠিত হয় – ১ ডিসেম্বর ২০০৮।
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বা সদস্য নিয়োগ দেন – রাষ্ট্রপতি।
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বা সদস্যদের বয়সসীমা – ন্যূনতম ৩৫ বছর, সর্বোচ্চ ৭০ বছর।
জাতীয় মানবাধিকার কমিশনের বর্তমান চেয়ারম্যান – ড. মিজানুর রহামান (২১ জুন, ২০১০- বর্তমান)।

♦ বাংলাদেশ পরমাণুশক্তি কমিশন BEAC)
BAEC এর পূর্ণরূপ – Bangladesh Atomic Energy Commission.
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (BEAC)-এর প্রতিষ্ঠা – ২৭ ফেব্রুয়ারি , ১৯৭৩।
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের পূর্ব নাম – বাংলাদেশ আনবিক শক্তি কমিশন।
বাংলাদেশ পরমাণু কমিশনের সদর দপ্তর – আগারগাঁও, শেরে বাংলা নগস, ঢাকা।
বাংলাদম পরমাণু চিকিৎসা কেন্দ্র – ১৩টি।

♦ বংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (BCSIR)
BCSIR এর পূর্ণরূপ-  Bangladesh Council of Science and Industrial Research.BCSIR প্রতিষ্ঠিত হয় – ১৯৫৫ সালে।
BCSIR এর প্রথম ও প্রধান গবেষক ছিলেন – ড. কুদরত-ই-খুদা।
বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ হলো – বিজ্ঞানও শিল্পবিষয়ক সর্বাপেক্ষা তথ্যবহুল গবেষণা কেন্দ্র।

♦ বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প সংস্থা(BSCIC)
ইঝঈওঈ এর পূর্ণরূপ – Bangladesh Small Cottage Industry Carporation.
ইঝঈওঈ প্রতিষ্ঠিত হয়- ১৯৫৭ সালে।
সারা দেশে ইঝঈওঈ শিল্পনগরী রয়েছে – ৬৫টি।

♦ বারডেম
বাংলাদেশেল প্রধান ডায়াবেটিস চিকিৎসা প্রতিষ্ঠানের নাম – বারডেম (BIRDEM)।
বারডেম প্রতিষ্ঠা করেন – জাতীয় অধ্যাপক ড. মোহাম্মদ ইব্রাহীম, ১৯৮০ সালে।
বারডেমের অবস্থান – শাহবাগ, ঢাকা।

♦ আন্তর্জাতিক উদরাময় রোগ গবেষণাকেন্দ্র (ICDDRB)
আন্তর্জাতিক উদরাময় গবেষণাকেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি)-এর পতিষ্ঠা – ১৯৭৮ সালে।
ICDDR,B-এর অবস্থান – মহাখালী, ঢাকা।
‘ বেবি জিঙ্ক’ ট্যাবলেটের বাজারজাত উদ্বোধন করা হয় – ২৬ নভেম্বর, ২০০৬ (আবিষ্কার করে ICDDRB)।

♦ বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি (Bangladesh Asitic Society)
এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় – ১৭৮৪ সালে কলকাতায়।
এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা – স্যাস উইলিয়াম জোনস।
বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি কর্তৃক প্রকাশিত বিশ্ব কোষটির নাম – বাংলাপিডিয়া।
স্যার উইলিয়াম জোনস ছিলেন– সুপ্রিম কোর্টের তৎকালীন কনিষ্ঠ বিচারক।
‘পাকিস্তান এশিয়াটিক সোসাইটি’ নাম পরিবর্তণ করে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি নামকরণ করা হয় – ১৯৭২ সালে।
এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশের প্রধন – সাষ্ট্রপতি।

 

তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

More News Of This Category