1. mahfujpanjeree@gmail.com : Mahfuzur-Rahman :
  2. admin@samagrabangla.com : main-admin :
  3. mahmudursir@gmail.com : samagra :

বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা

  • Update Time : রবিবার, জানুয়ারি ৩১, ২০২১

♦ বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা মিশ্র প্রকৃতির। মিশ্র অর্থনীতিতে সম্পত্তির ব্যক্তিগত ও রাষ্ট্রয় মালিকানা থাকে। বর্তমানে এদশের অর্থনীতির প্রকৃতি মুক্তবাজার অর্থনীতি। মুক্তবাজার অর্থনীতি চালু হয় ১৯৯১ সালে। বাংলাদেশ একটি নিম্ন মধ্যম আয়ের দেশ। ১ জুলাই, ২০১৫ বিশ্ব ব্যাংক বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে ঘোষণা দেয়।

♦ মোট জাতীয় উপাদন (GNP) : কোন নির্দিষ্ট সময়ে (সাধানণত এক বছরে) দেশে যে পরিমাণ দ্রব্যসামগ্রী ও সেবাকর্ম উৎপাদিত হয় তার পরিমাণকে মোট জাতীয় উৎপাদন (Gross National Product) বলে। এতে দেশজ ও প্রবাসী আয় সন্নিবেশ করা হয় তবে হিসাব করার সময় মধ্যবতী দ্রব্য সেবা বাদ দিয়ে কেবল চুড়ান্ত দ্রব্য ও সেবাকর্ম হিসাব করা হয়।

♦ নীট জাতীয় উৎপদন (NNP) : উৎপাদনকালীন যন্ত্রপাতি ক্ষয়, সময় ও শক্তি ক্ষয় প্রভৃতি অপচয়জনিত ক্ষয়ক্ষতিগুলো মোট জাতীয় উৎপাদন থেকে বাদ দিেেল নীট জতীয় উৎপাদন (Net National Product) পাওয়া যায়। নীট জাতীয় উৎপাদন = মোট জাতীয় উৎপাদন = ক্ষয়ক্ষতিজনতি অপচয়।

♦মোট দেশজ উৎপাদন (GDP) : কোন নির্দিষ্ট সময়ে (সাধারণত এক বছরে) দেশের অভ্যন্তরে উৎপাদিত সকল চুান্ত দ্রব্য ও সেবার আর্থিক মূল্যমানকে মোট দেশজ উৎপাদন (Gross Domestic Product) বলে। এতে দেশের অভ্যন্তরে বিদেশী বিনিয়োগ থেকে উৎপন্ন দ্রব্য হিসাবে করা হয় কিন্তু প্রবাসীদের সৃষ্ট উৎপাদন হিসেবে করা হয় না।

♦ মাথাপিছু আয় : মোট জাতীয় উৎপাদনকে দেশের মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে মাথাপিছু আয় পাওয়া যায়। এটি একটি দেশের জনগণের জীবনযাত্রার মান নির্দেশ করে।

তথ্য কণিকা:
বাংলাদেশের অর্থনীতি – মিশ্র।
মুক্তবাজার অর্থনীতি চালু হয় – ১৯৯১ সালে।
বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয় – ১ জুলাই, ২০১৫।
নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় – বিশ্ব ব্যাংক।
GNP – Gross National Product
NNP – Net National Product
GDP – Gross Domestic Product

তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

More News Of This Category