1. mahfujpanjeree@gmail.com : Mahfuzur-Rahman :
  2. admin@samagrabangla.com : main-admin :
  3. mahmudursir@gmail.com : samagra :

বন্যা – কে. এম. রায়হান খান

  • Update Time : বৃহস্পতিবার, জুন ২৩, ২০২২
কে. এম. রায়হান খান

বন্যা

কে. এম. রায়হান খান

চোখের সামনে ভয়াবহ বন্যা
রাজ-মহারাজ,ধনী-গরীবের সব দাপুটে দিশেহারা।
রয়েছে কিছু কৃত্রিম কারণ, আর সবটুকু প্রকৃতির ;
আনাড়িদের কুকর্মেই প্রকৃতি হয়ে ওঠে অস্থির।

কত নিথর দেহ পানিতে ভাসছে, বাতাসে বইছে হুতুমের সুর বাসা-বাড়ি,
আশ্রয়কেন্দ্র,পাড়া-মহল্লার সর্বত্র হাহাকার ; আশা তাদের সামান্য রোদ্দুর।

হঠাৎ সমাজসেবক, টুপিওয়ালারা আসে ত্রাণ বিলিতে
অসহায় আবাল-বৃদ্ধ-বনিতা অশ্রুসিক্ত নয়নে সামান্যই হাসে।

কবে কমিবে বান; আসিবে সর্বত্র স্বস্তির নিশ্বাস?
ধীরে ধীরে হয় বানে হ্রাস; চোখের সামনে ভেসে আসে নতুন সর্বনাশ।
বাড়িঘর, ফল-ফলাদি,হাট-বাজার সবই যেন ধ্বংসাবশেষ ;
পুনর্বাসনে হাঁফায় চেপে রাখা দুঃখ-ক্লান্তি-ক্লেশ।

ওহে ভুক্তভোগী, কিছু কি শিখতে পেরেছো এ প্রলয় থেকে?
তোমাতে কোন শক্তি নেই আসমানের প্রভুর প্রজ্ঞান ঠেকাতে।

তবে কেন কুকর্মে ঝাপিয়ে দেখাতে চাও নিজের কতৃত্ব?
প্রকৃতি তোমার নয়; মহান রবেরই প্রভুত্ব।।

আরো কবিতা পড়ুন: 

কবিতা স্বাধীনতা

সমগ্র বাংলার পাঠক বন্ধুদের জন্য কবিতাঃ বিজ্ঞান

তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

More News Of This Category