1. mahfujpanjeree@gmail.com : Mahfuzur-Rahman :
  2. admin@samagrabangla.com : main-admin :
  3. mahmudursir@gmail.com : samagra :

বন্যার্তদের পাশে বাহুবল উপজেলা সেচ্ছাসেবক দল

  • Update Time : বুধবার, জুন ২৯, ২০২২

জাহাঙ্গীর মিয়া : সিলেট ও সুনামগঞ্জে বৃষ্টি আর পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় কয়েক দিন ধরে পানিবন্দি মানুষজন চরম খাদ্য সংকটে রয়েছে। বিভিন্ন স্থানে সরকারিভাবে ত্রাণ বিতরণ করলেও অনেকের ভাগ্যে জোটেনি একমুঠো চাল। এ দুরবস্থায় বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে সেচ্ছাসেবকদল।সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে
বন্যায় বিপর্যস্ত এলাকা সুনামগঞ্জ এর বিসমবপুর ইউনিয়নে।

আজ(২৯-০৬-২২)সেচ্ছাসেবকদল এর কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক মুখলিছুর রহমান এর উদ্যোগে ত্রাণ বিতরণ করেছে বাহুবল উপজেলা সেচ্ছাসেবকদল।

তা ছাড়া ও নেতৃবৃন্ধরা বন্যার্তদের বর্তমান জীবন জীবিকার ধরন পর্যবেক্ষন এবং বন্যায় কবলিত মানুষদের সাথে মতবিনিময় করেন।

ত্রান বিতরন এর সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা সেচ্ছাসেবকদল এর সাধারণ সম্পাদক সৈয়দ মুশফিক আহমেদ এবং বাহুবল উপজেলা সেচ্ছাসেবক দল এর নেতৃবৃন্দ।

তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

More News Of This Category