1. mahfujpanjeree@gmail.com : Mahfuzur-Rahman :
  2. admin@samagrabangla.com : main-admin :
  3. mahmudursir@gmail.com : samagra :

বন্ধ হয়ে গেল ইংরেজি দৈনিক দ্য ইনডিপেনডেন্ট

  • Update Time : সোমবার, জানুয়ারি ৩১, ২০২২

বন্ধ হয়ে গেল ইংরেজি দৈনিক দ্য ইনডিপেনডেন্ট। মুদ্রণ সংস্করণ বন্ধের পর রোববার পত্রিকাটির অনলাইন সংস্করণও বন্ধ করে দেওয়া হয়েছে।

পত্রিকাটির নির্বাহী সম্পাদক শামীম এ জাহেদী প্রথম আলোকে বলেন, আপাতত পত্রিকাটি বন্ধ করে দেওয়া হয়েছে। কর্মীদের তা বলে দেওয়া হয়েছে। সবাই তাঁদের প্রাপ্য পাওনা পেয়ে যাবেন।

জানা গেছে, এর আগে করোনাকালে পত্রিকাটির মুদ্রণ সংস্করণ বন্ধ করা হয়েছিল। দ্য ইনডিপেনডেন্ট–এর যাত্রা শুরু হয়েছিল ১৯৯৫ সালে। পত্রিকাটির মালিকানায় আছে শিল্পগোষ্ঠী বেক্সিমকো গ্রুপ।

তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

More News Of This Category