April 1, 2023, 5:04 am
সাধারণত বনজপত্র ক্রয়-বিক্রয়ের জন্য লাইসেন্সের প্রয়োজন হয়। কিভাবে লাইসেন্সের জন্য আবেদন করতে হয় তা নিচে দেওয়া হলো:
বনজদ্রব্য ক্রয়-বিক্রয়ের ফ্রি লাইসেন্স পাওয়ার আবেদন
তারিখ: ০১/৩০/২০২১
বরাবর
সিলেট বন বিভাগ
সিলেট
বিষয়: বিনা রাজস্বে বনজদ্রব্য ক্রয়-বিক্রয়ের ফ্রি লাইসেন্স পাওয়ার আবেদন
যথাযত সম্মান সহকারে নিবেদন এই যে, আমি নিম্ন সাক্ষরকারী ফরম নং-০২ অনুযায়ী আবেদিত স্থানের………….. মৌজার জেল, এল নং…….. খতিয়ান নং…… এবং দাগ নং….. এর ভূমিতে বিদ্যমান গাছের অনুমতি প্রদান করা হইলে কর্তনকৃত গাছগুলি নিম্নবর্ণিত তপশীলভূক্ত স্থানে স্থানান্তরের জন্য ডিপু স্থাপনের অনুমতি প্রয়োজন।
তপশীল:
……………..মৌজার নামঃ………. জেল,এল নং……. খতিয়ান নং…….দাগ নং…… পুলিশ ষ্টেশন…….
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন দয়া করিয়া উপরোল্লিখিত স্থানে ডিপুর অনুমতি স্থাপনের আদেশ দানে আপনার একান্ত মর্জি হয়।
বিনীত নিবেদক-
…………(আবেদনকারীর সাক্ষর)
………….(পিতার নাম)
…………..(গ্রাম)
…………..(উপজেলা)
…………..(জেলা)
পত্র নং…………………….