January 27, 2023, 8:19 pm
সজীব আচার্য্য: হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেেলার দত্তপাড়ার হাওড়ে ৩মে বিকাল ৪টায় মৃত জতিষ সরকারের স্ত্রী লক্ষী সরকার( ৪০) নামে এক মহিলা বজ্রপাতে নিহত হয়েছে। জানা যায় হাওড়ের ভানু হাজীর পুকুরপাড়ের নিকটে ধান কুুুড়াতে (লুড়তে) গিয়ে ঐ কৃষাাণির মৃত্যু হয়। তার দুই মেয়ে ও এক ছেলে। মেয়ে সীমা সরকার ও শিউলি সরকার এবং ছেলে জন্টুু সরকার।