February 9, 2023, 8:28 am
ছোটবেলায় যখন স্কুলের বই পড়তাম তখন বইয়ের নিচে কোণায় হঠাৎ চোখে পড়ত ফর্মা-৮, আরো কয়েক পৃষ্ঠা উল্টে দেখতাম ফর্মা-৯। এমন করে ফর্মা খুঁজে বের করতে অনেকটা খেলার মতই মনে হত! কিন্তু মানে বুঝতাম না। অনেকদিন পর এসে ‘জানবার কথা -৫’ (দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়) পড়তে গিয়ে আর ছাপাখানায় কয়েকবার সামনাসামনি দেখে খোলাসা হয় ব্যাপারটা।
বই এর মাঝখানে মাঝে মাঝে অনেক ছোট করে লেখা থাকে ফর্মা নং- ১/২/ আরো অনেক। কিংবা বই ছাপাতে গেলেও প্রেসের মানুষজন হিসেব করেন ফর্মা দিয়ে। কিন্তু এই ফর্মা জিনিসটা কী?
এক কথায়, ফর্মা হচ্ছে কাগজের সংখ্যার হিসাব। তবে এটা নির্ভর করে কাগজের আকারের উপর। ছাপাখানায় সাধারণত বেশ বড় একটা কাগজকে ভাঁজ করে করে ছোট করে আমাদের বই-পত্রের পৃষ্ঠাগুলো বানানো হয়।
একটা বড় কাগজ
একটি উদাহরণ দেখা যাক। ধরি, আমাদের বড় কাগজের মাপ হল ২০ইঞ্চি x ৩০ ইঞ্চি । ক্রমাগত একে ভাঁজ করতে থাকলে কত হয়?
২০ইঞ্চি x ৩০ ইঞ্চি -> ২০ইঞ্চি x ১৫ ইঞ্চি -> ১০ইঞ্চি x ১৫ ইঞ্চি -> ১০ইঞ্চি x ৭.৫ ইঞ্চি -> ৫ইঞ্চি x ৭.৫ ইঞ্চি ।
ছবি-২ একটা ৩০ ইঞ্চি দৈর্ঘ্যের আর ২০ ইঞ্চি প্রস্থের কাগজ থেকে ১৬ পাতা তৈরি
অর্থাৎ, এখন আমাদের যদি বই এর পাতার আকার ৫ইঞ্চি x ৭.৫ ইঞ্চি এর মধ্যে হয় তাহলে আমাদের এক ফর্মা হতে কতটা পাতা লাগবে? ১৬টা হল কি? (ছবি-২)। তাহলে, এখন আমাদের ফর্মার পরিমাণ হবে ১৬ পাতা। অর্থাৎ, এ আকারের বই এর জন্য ১৬ পাতায় ১ ফর্মা!
একই কাগজে যদি আমরা যদি বই আকার বাড়াই অর্থাৎ ১০ইঞ্চি x ৭.৫ ইঞ্চি করি তাহলে কত পাতায় ফর্মা হবে? ৮ টা। তাই না?
অর্থাৎ, ফর্মা নির্ভর করছে আমাদের বড় কাগজের আকার আর আমারা যা ছাপাতে চাচ্ছি তার আকারের উপর।[1]
এই সম্পর্কে গুগল করেও খুব বেশি তথ্য পাওয়া যায়নি ।সাধারণত চটি বই বলতে ছোট পুস্তিকা বোঝায়।
চটির অনেকগুলো অর্থ আছে। একটি হচ্ছে হালকা পাদুকা। আর একটি অর্থ হচ্ছে পাতলা (চটি বই), পর্ন-পুস্তিকা। আর একটি হচ্ছে পান্থশালা।