March 27, 2023, 6:02 pm
ফেসবুক তাদের নিউজফিডের নাম বদলে ফেলছে। এখন থেকে নিউজফিডকে আর নিউজফিড বলা হবে না। একে বলা হবে ‘ফিড’। অর্থাৎ নিউজফিড শব্দটি থেকে ‘নিউজ’ কথাটি বাদ দিয়ে দিচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ। গত মঙ্গলবার ফেসবুকের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে এ ঘোষণা দেওয়া হয়েছে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জকে এক ই–মেইলে ফেসবুক কর্তৃপক্ষ বলেছে, এটি কেবল নাম পরিবর্তনের ঘটনা। ফেসবুকের ফিড হিসেবে মানুষ যে বিভিন্ন ধরনের কনটেন্ট দেখতে পান, তা তুলে ধরতেই এ পরিবর্তন আনা হচ্ছে। এ পরিবর্তনের ফলে ফেসবুক অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে বড় ধরনের কোনো পরিবর্তন আসবে না।
ফেসবুকের আকার এখন এতটাই বড় হয়ে দাঁড়িয়েছে যে এর বিভিন্ন নিয়মনীতি নিয়ে নিয়ন্ত্রকদের সঙ্গে দ্বন্দ্ব তৈরি হতে দেখা যায়। সম্প্রতি ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা তাদের প্ল্যাটফর্ম তরুণদের মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলছে বলে সমালোচনার মুখে পড়েছে। এ ছাড়া ব্যবহারকারী তথ্য ব্যবস্থাপনা নিয়েও ইউরোপীয় ইউনিয়নের চাপের মুখে রয়েছে প্রতিষ্ঠানটি।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট জিএসএম অ্যারেনার প্রতিবেদনে বলা হয়, বিশ্বে সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাপ হিসেবে ফেসবুক অন্যতম জনপ্রিয়। প্রতি মাসে বিশ্বে ২৮৯ কোটির বেশি মানুষ অ্যাপটি ব্যবহার করছেন।