April 1, 2023, 4:23 am
সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আর নেই। শুক্রবার (২৯ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৮ বছর।
তিনি অর্থমন্ত্রী হিসেবে টানা ১০ বারসহ মোট ১২ বার জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে কোনো দিন নাম ধরে ডাকেননি।
মৃত্যুর কয়েকদিন আগে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে মুহিত বলেন, “প্রধানমন্ত্রী আমাকে কোনো দিন নাম ধরে ডাকেননি। সবচেয়ে বেশি বলতেন, ‘মুহিত সাহেব’। কখনো বলতেন, আওয়ারস ফাইন্যান্স মিনিস্টার (আমাদের অর্থমন্ত্রী)।”
১৯৩৪ সালের ২৫ জানুয়ারি সিলেটে আবুল মাল আবদুল মুহিতের জন্ম। অর্থমন্ত্রী হিসেবে আবুল মাল আবদুল মুহিত ১২টি বাজেট উপস্থাপন করেন, যার ১০টি ছিল আওয়ামী লীগ সরকারের আমলে। তিনি আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য। তার ছেড়ে দেওয়া আসন থেকে গত নির্বাচনে জয়ী হন ছোট ভাই ড. এ কে আবদুল মোমেন। এরপর এ কে আবদুল মোমেন দেশের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান।
সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৮-১৯ অর্থবছরে জাতীয় সংসদের ৪৮তম, নিজের ১২তম বাজেট উপস্থাপন করেন। ১২তম বাজেটটি ছিল তার জীবনের শেষ বাজেট।