November 29, 2023, 12:54 pm
মো: রফিকুল ইসলাম: শায়েস্তাগঞ্জ রেল স্টেশনে প্রকাশ্যে মাদক সেবনের প্রতিবাদ করায় যুবকের হাত কামরিয়ে দিয়েছে ড্যান্ডি সেবক সেলিম। এমন চাঞ্চল্য ঘটনা ঘটেছে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে।
জানা যায় হবিগঞ্জের মোহন পুর থেকে আত্মীয় কে ট্রেনে উঠিয়ে দিতে দুপুরে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে আসেন মানিক। হঠাৎ দেখতেপান শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে সেলিম নামের ১২ বছর বয়সী ছেলে প্রকাশ্যে ড্যান্ডি সেবন করছে।
এসময় মানিক প্রতিবাদ করলে সেলিম মানিকের বাম হাতে কামড়িয়ে দেয় এতে মানিক আহত হয়।
তৎক্ষণাৎ উপস্থিত সোহাগ নামের এক যুবক হাসপাতালে নিয়ে যায়। এলাকা বাসীর দাবি এমন ঘটনা প্রায় সময় শায়েস্তাগঞ্জে ঘটে। তাই প্রশাসনের জোড় নজরদারি বাড়ানোর দাবি করছে।