June 8, 2023, 10:50 am
পেট ফাঁপার সাথে আমরা সবাই সমধিক পরিচিত। এটি কোনো নির্দিষ্ট রোগ নয় বরং রোগের লক্ষণ মাত্র। বিভিন্ন রোগের কারণে পেট ফাঁপা হতে পারে। যেমন-
১.অজীর্ণ, উদরাময় প্রভৃতি।
২.পুরাতন আমাশয়।
৩.পুরাতন অম্লরোগ।
৪.পুরাতন জ্বর, টাইফয়েড প্রভৃতি নানা কারণে পেট ফাঁপা হতে পারে।এতে পেটে অধিক পরিমাণ গ্যাস বা বায়ু সঞ্চার হয়।
লক্ষণ:
পেট ফাঁপ দিলে পেট ফুলে উঠে, বায়ু সঞ্চার হয়, ভুঁটভাগ করে, ক্ষুদা থাকেনা, বুক জ্বালা বুক ধরপর করা প্রভৃতি হতে পারে। চুকা ঢেকুর ওঠে বার বার মলত্যাগের ইচ্ছা সত্তেও পায়খানা হয়না।