1. mahfujpanjeree@gmail.com : Mahfuzur-Rahman :
  2. admin@samagrabangla.com : main-admin :
  3. mahmudursir@gmail.com : samagra :

পলাতক গৃহবধূ রুবির সন্ধান চান শুশুড়-শাশুড়ী

  • Update Time : সোমবার, জুন ২১, ২০২১
চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউপির গাদিশাল থেকে মোছাঃ রুবি আক্তার নামের ২৭ বছরের এক গৃহবধূ ৮ বছরের এক সন্তানসহ পালিয়ে গেছে। জানা যায়, তার স্বামী মোঃ হিরা মিয়া একজন প্রবাসী। তার বাবা মৃত খুরশেদ আলী,মা আনোয়ারা বেগম। বাড়ি গনকির পাড় এলাকায়। ১৯ জুন শনিবার বেলা ৪টার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।
এ ঘটনায় ২০ জুন রবিবার চুনারুঘাট থানায় একটি মামলা করা হয়েছে। গৃহবধূ রুবির শুশুড়-শাশুড়ী বলেন, রবিবার বিকালের দিকে কাউকে কিছু না বলে ঘর থেকে বের হয়ে যায়। আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ করা হয়েছে। কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
তারা বলেন,ঘরে থাকা নগদ টাকা,স্বর্ণালংকার ও কিছু দামি জিনিস খুঁজে পাওয়া যাচ্ছে না। এগুলোও সঙ্গে করে নিয়ে গেছে যাওয়ার সময়। কেউ রুবির সন্ধান পেলে অনুগ্রহপূর্বক যোগাযোগ করতে বিনীত অনুরোধ করেছেন তার শুশুড়-শাশুড়ী।
মুঠোফোনে যোগাযোগ: : ০১৯১২৮৩৭২৬৩, ০১৭২২৮৮৫৪৩৪। ঠিকানা: গাদিশাল,আহম্মদাবাদ ইউপি, চুনারুঘাট,হবিগঞ্জ।

তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

More News Of This Category