January 21, 2023, 6:57 pm
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি বুধবার রাতে উত্তরার বোট ক্লাবের প্রেসিডেন্ট শিল্পপতি নাসির উদ্দিন মাহমুদের দ্বারা লাঞ্চিত হন।
তিনি জানান নাসির উদ্দিন মাহমুদ নামে একজন তাকে নেশাজাতীয় কিছু খাইয়ে ধর্ষণ ও হত্যার মতো ঘটনা ঘটাতে চেয়েছিলেন। একসময় ওই ব্যক্তি উত্তরা ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন।
তার ব্যক্তিগত কস্টিউম ডিজাইনার জিমির বন্ধু ব্যবসায়ী অমির আমন্ত্রণে সেদিন জেমিকে সঙ্গে নিয়ে উত্তরা বোট ক্লাবে যান। সেখানে তাকে পানীয় গ্রহণ করতে বলা হয়। এরপর তার সঙ্গে অশালীন আচরণ শুরু করেন নাসির উদ্দিন মাহমুদ। এক পর্যায়ে শুরু হয় মারধর। এ সময় অমিকে নিরব থাকতে দেখা যায় বলেও দাবি করেন পরীমনি।
এক পর্যায়ে তিনি সেখানে অজ্ঞান হয়ে যান। রাত আড়াইটার দিকে বনানী থানায় অভিযোগ করেন এ বিষয়ে। থানা অভিযোগ নিলেও তাকে অভিযোগের কপি দেওয়া হয়নি।
পরীমনি এ ঘটনার বিচারের দাবিতে সাহায্য চাইলেন প্রধানমন্ত্রী ও পুলিশের কাছে।