February 9, 2023, 9:56 am
আজ সোমবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে তাঁর সুচিকিৎসার দাবিতে আয়োজিত সমাবেশে মির্জা ফখরুল ইসলাম বলেন।
খালেদা জিয়াকে মুক্ত করতে আন্দোলন ছাড়া আর কোনো পথ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘আমাদের সামনে এখন আর কোনো পথ খোলা নেই। আমাদের সামনে একটাই পথ, আন্দোলন, আন্দোলন আর আন্দোলন। এ আন্দোলনকে তীব্র করে সামনের দিকে আরও বেগবান করতে হবে।’
নতুন কর্মসূচি ঘোষণা করে বিএনপির মহাসচিব বলেন, ‘আগামী ২৪ তারিখ বুধবার বেগম খালেদা জিয়ার মুক্তি ও তাঁর সুচিকিৎসার দাবিতে সারা দেশের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হবে। এর পরও যদি খালেদা জিয়াকে মুক্তি না দেওয়া হয়, তাহলে আমাদের আন্দোলন আরও কঠোর থেকে কঠোর হবে।’
সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ সমাবেশ হয়। সমাবেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতা–কর্মী অংশ নেন।