1. mahfujpanjeree@gmail.com : Mahfuzur-Rahman :
  2. admin@samagrabangla.com : main-admin :
  3. mahmudursir@gmail.com : samagra :

পটিয়ার পৌরসভা নির্বাচনে নির্বাচিত হলেন যারা

  • Update Time : সোমবার, ফেব্রুয়ারি ১৫, ২০২১

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম পটিয়া পৌরসভার নির্বাচনে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ সমর্থিত নৌকা প্রার্থী আইয়ুব বাবুল।

এছাড়াও কাউন্সিলর নির্বাচিত হয়েছেন যারা :
১ নং ওয়ার্ডে নাছির উদ্দীন (উটপাখি)
২ নং ওয়ার্ডে রুপক কুমার সেন (উটপাখি)
৩ নং ওয়ার্ডে গিয়াসউদ্দিন আজাদ (ডালিম)
৪ নং ওয়ার্ডে গোফরান রানা (পান্জাবি)
৫ নং ওয়ার্ডে জসিমউদদীন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)
৬ নং ওয়ার্ডে শফিউল আলম শফি (টেবিল ল্যাম্প)
৭ নং ওয়ার্ডে কামাল উদ্দীন বেলাল (টেবিল ল্যাম্প)
৮ নং ওয়ার্ডে সরওয়ার কামাল রাজীব (উটপাখি)
৯নং ওয়ার্ডে সাইফুল ইসলাম (উটপাখি)
সংরক্ষিত মহিলা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন যারা :
১ নং ওয়ার্ডের বুলবুল আক্তার (চশমা)
২ নং ওয়ার্ডে ইয়াসমিন আক্তার চৌধুরী (আনারস)
৩ নং ওয়ার্ডে ফেরদৌস বেগম চশমা।

তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

More News Of This Category