1. mahfujpanjeree@gmail.com : Mahfuzur-Rahman :
  2. admin@samagrabangla.com : main-admin :
  3. mahmudursir@gmail.com : samagra :

নোয়াঐ গ্রাম এবং স্নানঘাট এর বন্যায় প্লাবিত অঞ্চলের মানুষদের পাশে খন্দকার সুজন

  • Update Time : বুধবার, জুন ২২, ২০২২

জাহাঙ্গীর মিয়া: বন্যার পানি বেড়েই চলেছে। ভালো নেই হবিগঞ্জ বাহুবল উপজেলার স্নানঘাট ও নোয়াঐ অঞ্চলের বাসিন্দারা। নোয়াঐ গ্রাম এবং স্নানঘাটের কিছু অঞ্চল বাড়ি-ঘরে ঢুকে পড়েছে বন্যার পানি। ঘর বাড়িতে পানি আসায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ।

এই নিম্নাঞ্চলের অনেক গ্রামীণ রাস্তা-ঘাট, মৎস্য খামার বানের পানিতে তলিয়ে গেছে।

আজ ২২-০৬-২২ ইং তারিখে এই দুঃসময়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ এবং প্লাবিত অঞ্চলগুলো দেখতে যান জনতার চেয়ারম্যান নামে খ্যাত খন্দকার খোরশেদ আলম সুজন। তিনি সেই সময় কথা বলেন বন্যায় আক্রান্ত অনেক মানুষের সঙ্গে এবং আশ্বাস দেন ক্ষতিগ্রস্তদের সর্বোচ্চ সহযোগিতা করে যাবেন।এবং দ্রুত ক্ষতিগ্রস্তদের ত্রান এর ব্যাবস্থা করবেন।

তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

More News Of This Category