1. mahfujpanjeree@gmail.com : Mahfuzur-Rahman :
  2. admin@samagrabangla.com : main-admin :
  3. mahmudursir@gmail.com : samagra :

শায়েস্তাগঞ্জে নিখোঁজের একদিন পর মিলল যুবকের লাশ

  • Update Time : সোমবার, নভেম্বর ২, ২০২০
মুহিন শিপন: শায়েস্তাগঞ্জ উপজেলায় নিখোঁজের ১ দিন পর হাওর থেকে আহমদ আলী শাওন (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার মড়রা গ্রামের নাগার্সিপোতা বিলের একটি খাল থেকে লাশটি উদ্ধার করেছে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ।
নিহত শাওন শায়েস্তাগঞ্জ উপজেলার কদমতলী গ্রামের আব্দুল আওয়ালের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, শাওন মানসিক প্রতিবন্ধি এবং একজন মৃগীরোগী। সে রোববার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়ি ফিরেনি। আত্মীয়-স্বজন ও সম্ভাব্য সকল জায়গায় খোঁজ করে তাকে সন্ধান না পাওয়ায়, শাওনের ছোট ভাই শাকিল নিখোঁজ মর্মে একটি সাধারণ ডায়েরি করেন।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান,পরিবার সূত্রে জেনেছি সে মৃগীরোগি ছিলো।হয়তো ডোবায় পড়ে আর উঠতে পারেনি।আমরা লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছি।

তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

More News Of This Category