November 30, 2023, 4:32 am
ক্ষুদ্র আয়তনের একটি উন্নয়নশীল দেশ হয়েও বাংলাদেশ ইতোমধ্যে সারা বিশে্বর নিকট-প্রাকৃতিক দুর্যোগের নিবিড় সমন্বিত ব্যবস্থাপনা, ক্ষুদ্র ঋণের ব্যবহার এবং দারিদ্র্য দূরীকরণে তার ভূমিকা, বৃক্ষরোপণ, সামাজিক ও অর্থনৈতিক সূচকের ইতিবাচক পরিবর্তন প্রভৃতি ক্ষেত্রে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। কিছু কিছু ক্ষেত্রে বিশ্বকে চমকে দেবার মতো সাফল্য আছে বাংলাদেশের। বিশেষত শিক্ষা সুবিধা, নারীর ক্ষমতায়ন, মাতৃ ও শিশু মৃত্যুহার ও জন্মহার কমানো কার্যক্রম অন্যতম।
নারী ও শিশু উন্নয়নে অর্জন:
♦ নারীর সার্বিক উন্নয়নের জন্য প্রণয়ন করা হয়েছে ‘জাতীয় নারী
উন্নয়ন নীতিমালা-২০১১’।
♦ ‘জাতীয় শিশু নীতি-২০১১’ প্রণয়নের মাধ্যমে শিশুদের সার্বিক
অধিকার সুরক্ষিত করন।
♦ ৪০টি জেলায় সদর হাসপাতাল এবং ২৯ উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স
স্থাপন করা হয়েছে ‘ওয়ান স্টপ ক্রাইসিস সেল’।
♦ দুঃস্থ, এতিম, অসহায় পথশিশুদের সার্বিক বিকাশের জন্য ৬টি
‘শিশুবিকাশ’ কেন্দ্র স্থাপন।
♦ তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশের নারী ও শিশুর উন্নয়নে
ভূমিকা রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘের ‘সাউথ-সাউথ
এওয়ার্ডে’ ভূষিত।