January 27, 2023, 9:48 pm
নাটোর জেলার লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলের নিজস্ব ১০ একর জমির আখ আগুনে পুড়ে গেছে। বুধবার বেলা প্রায় ১টার দিকে সুগার মিল এলাকার সাবজোনের পিছনে এই ঘটনা ঘটে।
এ বিষয়ে লালপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ সাব্বির আহম্মদ বলেন, বুধবার বেলা সাড়ে ১২টার দুর্বৃত্তরা মিলজোনের ১নং সাবজোন এলাকায় আখের জমিতে আগুন ধরিয়ে দেয়। পরে আগুন দেখে স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ হুমায়ূন কবীর বলেন, সুগার মিলের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে লালপুর থানায় সাধারণ ডায়রি করা হয়েছে।
উল্লেখ্য লালপুর ও দয়ারামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।