1. mahfujpanjeree@gmail.com : Mahfuzur-Rahman :
  2. admin@samagrabangla.com : main-admin :
  3. mahmudursir@gmail.com : samagra :

নরওয়ের মতো ‘কৃত্রিম সূর্য স্থাপন’ করল ইতালির গ্রামবাসী (ভিডিও)

  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ২৬, ২০২১
ছবি-সংগৃহীত

ইতালির ভিগানেলা গ্রামের চারদিকের খাড়া পাহাড় থাকায় প্রায় তিন থেকে চার মাস (নভেম্বর থেকে ফেব্রুয়ারি) পর্যন্ত্ সেখানে সূর্যের আলো পৌঁছাতে পারে না। তাই অন্ধকার দূর করতে নিজেরাই ‘সূর্য স্থাপন’ করেছে গ্রামের বাসিন্দারা। বিশাল এক দানবীয় আয়না সূর্যের আলো পৌঁছে দিচ্ছে ইতালির ভিগানেলা গ্রামে।

একটি বড় পাহাড়ের ওপর ৮ ফুট বাই ৫ ফুট দৈর্ঘ্যের বিশাল স্টিলের পাত স্থাপন করা হয়। স্টিলের পাতই আয়নার মতো সূর্যের আলো গ্রামের কেন্দ্রে পৌঁছে দেয়। বিশাল দানবীয় এই আয়না দিনের বেলা অন্তত ছয় ঘণ্টা ধরে গ্রামে সূর্যের আলো পৌঁছে দিতে পারে। এতে প্রায় এক লাখ ইউরো খরচ হয়েছে বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।

এ ব্যাপারে মেয়র পিয়েরফ্রাঙ্কো মিডালি ও স্থানীয় বাসিন্দা ড.  করন রাজন জানান,  প্রাকৃতিক আলোর অভাবে মানুষের মনের অবস্থা, ঘুম, কাজ করার গতির ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।  এ কারণে বেড়ে যেতে পারে অপরাধ প্রবণতা। শীতের সময় প্রচণ্ড ঠাণ্ডা আর অন্ধকারে মানুষ ঘরের মধ্যে আটকা পড়তেন। এই আয়না শীতের সময় মানুষকে সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নেওয়ার সুযোগ করে দিয়েছে

উল্লেখ্য, ২০১৩ তিনটি দানবীয় আয়নার সাহায্যে বছরের ছয়মাস অন্ধকারে থাকা নরওয়ের রুকান শহরে আলো পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছিল বিজ্ঞানীরা।

ভিডিও দেখুন

তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

More News Of This Category