November 30, 2023, 4:18 am
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন জানিয়েছেন, দেশের প্রতিটি জেলায় একটি করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইংরেজি ভার্সন চালু করা হবে এবং এর জন্য স্কুলে দুজন আলাদা ইংরেজি শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
আজ সোমবার ১ ফেব্রুয়ারি ২০২১ রাজধানীর একটি সেমিনার শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বাংলার পাশাপাশি ইংরেজি ভার্সন চালু করার চিন্তা রয়েছে। এটি চালু করলে প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা বাংলার পাশাপাশি ইংরেজি ভার্সনেও পড়ার সুযোগ পাবে।
তিনি বলেন, প্রাথমিক স্কুলের শিক্ষকদের মান অনেক বেড়েছে। একে কাজে লাগিয়ে আমরা শিক্ষার্থীরদের ইংরেজিতে আরো দক্ষ করতে চাচ্ছি। সে জন্যই এ উদ্যোগ নিয়েছি। সরকারি স্কুলে ইংরেজি ভার্সন চালু করতে শিগগিরই পাইলটিং শুরু হবে। প্রথমে রাজধানীতে শুরু করা হবে। সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে, প্রধানমন্ত্রীর অনুমোদন পেলেই এটি আমার শুরু করব।