1. mahfujpanjeree@gmail.com : Mahfuzur-Rahman :
  2. admin@samagrabangla.com : main-admin :
  3. mahmudursir@gmail.com : samagra :

দেখা মিলল চাঁদের, আগামীকাল থেকে জমাদিউস সানী মাস শুরু।

  • Update Time : বৃহস্পতিবার, জানুয়ারি ১৪, ২০২১

আগামীকাল শুক্রবার (১৫ জানুয়ারী ২০২০ ইং) থেকে পবিত্র জমাদিউস সানী মাস শুরু হবে। বাংলাদেশের আকাশে ১৪৪২ হিজরি সনের জমাদিউস সানী মাসের চাঁদ দেখা গেছে। বৃৃৃহস্পতিবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। মুহাম্মদ আলতাফ হোসেন চৌধুরী ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এতে সভাপতিত্ব করেন। তিনি জানান, সব জেলা প্রশাসন ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর, বিভাগীয় ও জেলা কার্যালয়, মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে, পবিত্র জমাদিউস সানী মাসের চাঁদ বাংলাদেশে দেখা গেছে বৃহস্পতিবার ।

তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

More News Of This Category