1. mahfujpanjeree@gmail.com : Mahfuzur-Rahman :
  2. admin@samagrabangla.com : main-admin :
  3. mahmudursir@gmail.com : samagra :

দেওয়ানবাগী মারা গেছেন

  • Update Time : সোমবার, ডিসেম্বর ২৮, ২০২০

আব্দুল আহাদ মাসুক : ঢাকার আরামবাগে দেওয়ানবাগ শরিফের পীর দেওয়ানবাগী মারা গেছেন। আজ সোমবার (২৮ ডিসেম্বর ২০২০ খ্রি. সকাল ৬ টা ৪৮ মিনিটে তিনি নিজ বাসায় স্ট্রোক করেন। তারপর তাকে রাজধানী ঢাকার ইউনাইটেড হাসাপাতালে নিলে ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন। মরহুমের পরিবারসূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

দেওয়ানবাগী ১৯৪৯ সালের ১৪ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম সৈয়দ আবদুর রশিদ সরদার। মায়ের নাম সৈয়দা জোবেদা খাতুন। ৬ ভাই ২ বোনের মধ্যে তিনি সবার ছোট।

দেওয়ানবাগী নিজ এলাকার তালশহর কারিমিয়া আলিয়া মাদ্রাসায় পড়াশুনা করেন । পরে ফরিদপুরে আরেক পীর আবুল ফজল সুলতান আহমেদ চন্দ্রপুরী পীরের  মেয়ে হামিদা বেগমকে বিয়ে করেন। সেখান থেকে নিজেই নারায়ণগঞ্জে এসে দেওয়ানবাগ নামক স্থানে একটি আস্তানা গড়ে নানা রকম বিতর্কিত কর্মকাণ্ড শুরু করেন। মতিঝিলের ১৪৭ আরামবাগে স্থায়ী আস্তানা রয়েছে দেওয়ানবাগীর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর ।

তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

More News Of This Category