1. mahfujpanjeree@gmail.com : Mahfuzur-Rahman :
  2. admin@samagrabangla.com : main-admin :
  3. mahmudursir@gmail.com : samagra :

দুই সন্তানের মা হলেন প্রীতি জিনতা

  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ১৮, ২০২১

যমজ সন্তানের মা হয়েছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। আজ বৃহস্পতিবার স্বামী জিন গুডএনাফের সঙ্গে ফেসবুকে একটি ছবি পোস্ট করে এ সুখবর জানিয়েছেন প্রীতি। সন্তানদের নাম রেখেছেন জয় জিনতা গুডএনাফ ও জিয়া জিনতা গুডএনাফ। এই অভিনেত্রী সারোগেসি (গর্ভ ভাড়া) পদ্ধতিতে মা হয়েছেন।

প্রীতি জিনতা তাঁর ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘শুভেচ্ছা সবাইকে। আমি আমাদের একটা দারুণ খবর আপনাদের সঙ্গে ভাগ করে নিতে এলাম। আমি আর জিন আনন্দে পাগল হয়ে গেছি। ভালোবাসায় আমাদের হৃদয় ভরে গেছে। কারণ, আমরা ঘরে এনেছি আমাদের দুই যমজ সন্তান জয় আর জিয়াকে। নিজেদের জীবনের এই নতুন অধ্যায় নিয়ে আমরা আনন্দিত। এই অবিশ্বাস্য যাত্রার অংশ হওয়ার জন্য চিকিৎসক, নার্স ও আমাদের সারোগেটকে আন্তরিক ধন্যবাদ।’

তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

More News Of This Category