1. mahfujpanjeree@gmail.com : Mahfuzur-Rahman :
  2. admin@samagrabangla.com : main-admin :
  3. mahmudursir@gmail.com : samagra :

দুই দিনের ভারত সফরে আসছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

  • Update Time : বুধবার, মার্চ ৩০, ২০২২
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

দুই দিনের সফরে ভারতে আসছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। বৃহস্পতিবার থেকে তার এই সফর শুরু হবে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর এই প্রথম মস্কোর সর্বোচ্চ পর্যায়ের প্রতিনিধি দিল্লি সফরে আসছেন।

ভারত সরকারের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘রাশিয়ান ফেডারেশনের পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ৩১ মার্চ থেকে ১ এপ্রিল দিল্লিতে সরকারি সফর করবেন।’ গত সপ্তাহে চীনের পররাষ্ট্রমন্ত্রীর দিল্লি সফরের পর এবার সেখানে সফরে আসছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।

পশ্চিমের প্রবল চাপ সত্ত্বেও ইউক্রেনে আগ্রাসন চালানোয় রাশিয়ার নিন্দা জানায়নি ভারত ও চীন। জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে আনা প্রস্তাবেও ভোটদানে বিরত থেকেছে ভারত। একই সঙ্গে রাশিয়ার তেল এবং অন্যান্য পণ্য আমদানি অব্যাহত রেখেছে দিল্লি।

গত কয়েক দশক ধরেই ভারত ও রাশিয়ার সম্পর্ক ঘনিষ্ঠ। ভারতের বেশিরভাগ সামরিক সরঞ্জাম রাশিয়া থেকে কেনা।

দিল্লি সফরে রুশ পররাষ্ট্রমন্ত্রী কাদের সঙ্গে বৈঠক করবেন সেই বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে একই সময়ে ভারত সফরে থাকবেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস এবং যুক্তরাষ্ট্রের ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি উপদেষ্টা দিলিপ সিং।

সূত্র: এনডিটিভি

তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

More News Of This Category