March 27, 2023, 5:20 pm
মো: রফিক মিয়া:: দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই জন। ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার শাহপুর নামক স্থানে সকাল ৯ টায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ড্রাইভার ও হেলপার ঘটনাস্থলেই নিহত হন।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একদল কর্মী গিয়ে লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে।
প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায় নি।
এসময় উত্তেজিত জনতা ঘন্টা খানেক মহাসড়ক অবরোধ করে রাখে। পড়ে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়।