1. mahfujpanjeree@gmail.com : Mahfuzur-Rahman :
  2. admin@samagrabangla.com : main-admin :
  3. mahmudursir@gmail.com : samagra :

দশ বছরের এতিম শিশু কোরআনের হাফেজ

  • Update Time : মঙ্গলবার, জানুয়ারি ৫, ২০২১

হাফিজুর সোয়েব: জামেয়া লুথফিয়া আনোয়ারুল উলুম হামিদনগর,(বরুনা মাদ্রাসা নামেও পরিচিত) মাদরাসার হিফজ বিভাগের ছাত্র রশিদুর রহমান ফারুক হুফফাজুল কুরআন ফাউন্ডেশন মৌলভীবাজার জেলার উদ্যোগে আয়োজিত হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কুরআনুল কারিমের(৩০ পারা)ছিগারুল হুফফাজ গ্রুপ জেলা পর্যায়ে ২য় স্থান অর্জন করে। আগামী ৯ জানুয়ারি সিলেট বিভাগীয় হুফফাজুল কুরআন প্রতিযোগীতায় সে অংশগ্রহণ করার কথাও রয়েছে।বরুনা মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষক হাফেজ মাওলানা মিজবাহ উদ্দিন জুবায়ের জানান, মঙ্গলবার বাদ মাগরিব তিনি তার রুমে অবস্থান করছিলেন,তখন ফারুক তার(হুজুরের) রুমে আসে পুরুস্কারটি দেখানোর জন্য এবং আগামী প্রতিযোগিতায় ভালো ফলাফলের জন্য দোয়াও চায়।

তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

More News Of This Category