March 23, 2023, 6:22 pm
এক সপ্তাহেই হোয়াটসঅ্যাপের জায়গা দখল করে নিয়েছে তুরস্কের অ্যাপ বিপ। তুরস্কের গণমাধ্যমগুলোতে এই খবর প্রচার ও হয়েছে। আজ ১৭ জানুয়ারি বিবিসি বাংলার সংবাদ অনুযায়ী বিপ অ্যাপ বাংলাদেশে এক নাম্বারে চলে এসেছে। আর তৃতীয় অবস্থান এ রয়েছে সিগনাল। শুধু বাংলাদেশই নয়। সারা বিশ্বে গত এক সপ্তাহে সিগনালের ব্যবহারকারীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৮০ লক্ষ। এবং টেলিগ্রাম ব্যবহারকারীর সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৫০ লক্ষ। বিশ্বব্যাপী হোয়াটসঅ্যাপের বিপরীতে খুবই জনপ্রিয় হচ্ছে তুরস্কের এই অ্যাপ। ব্যক্তিগত গোপনীয়তা সংক্রান্ত পরিবর্তন নিয়ে বেকায়দায় পড়েছে হোয়াটসঅ্যাপ।হোয়াটসঅ্যাপের নতুন শর্তাবলীর বিপক্ষে অবস্থান নিয়ে ইতিমধ্যে বিশ্বের অনেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা ছেড়ে দিয়েছে। যদিও হোয়াটসঅ্যাপ তাদের গোপনীয়তা সংক্রান্ত পরিবর্তন বিষয়ে থেকে ফিরে এসেছে।
বিশ্লেষন: সব সময় ইসলামের পক্ষে কথা বলায় তুর্কি প্রেসিডেন্টকে সারা বিশ্বের তথা বাংলাদেশের মুসলিমরা আইডল হিসেবে মানেন। তিনি বিপ অ্যাপ ব্যবহারের জন্য মুসলমানদের প্রতি আহবান জানালে, দলমত নির্বিশেষে মুসলিমরা এই অ্যাপের ব্যবহার শুরু করেন। তুরস্কের বিপ অ্যাপ মুসলিমদের কাছে এত জনপ্রিয় হওয়ার কারণ হলো বিপ অ্যাপে মুসলিমদের সব তথ্য গোপন রাখা হবে এবং অ্যাপে ঢুকলে কোনো অশ্লীল অ্যাড আসবেনা বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়েফ এরদোগান।