1. mahfujpanjeree@gmail.com : Mahfuzur-Rahman :
  2. admin@samagrabangla.com : main-admin :
  3. mahmudursir@gmail.com : samagra :

ঢাকা সিলেট মহাসড়কে আলু ও বালু বোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

  • Update Time : শুক্রবার, ডিসেম্বর ২, ২০২২

জাহাঙ্গীর মিয়া, বাহুবল প্রতিনিধিঃ–  ঢাকা সিলেট মহা সড়কের পুটিজুরী বাজারে আলু ও বালু বোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক আহত হয়েছে। এ সময় মহাসড়ক ৩০ মিনিট অবরোধ করে রাখা হয়।

আজ ০২-১১-২০২২ শুক্রবার সন্ধা সাড়ে ৭.২০ মিনিটের দিকে মহা সড়কের পুটিজুরী বাজারের দক্ষিণ দিকে লন্ডন রেস্ট হাউজের সামনে সিলেটগামী আলু বোঝাই ট্রাক ( ঢাকা মেট্রো ট ২০-৮৫০১) এবং ঢাকাগামী বালু বোঝাই ড্রাম ট্রাক ( ঢাকা মেট্রো ট ২২-৫৫৫০) মুখোমুখি সংঘর্ষ হলে দুটি ট্রাক এর সামনের অংশ দুমড়ে মুছরে যায়, এ সময় বালু বোঝাই ট্রাক এর চালক পালিয়ে গেলেও আলু বোঝাই ট্রাক এর চালক, মোঃ সেলিম মিয়া (শরীয়তপুর) গাড়িতে আটকা পড়ে যায়।

স্থানীয় জনতা দীর্ঘ আধা ঘন্টা চেষ্টা করে আটকাপড়া আলু বোঝাই ট্রাকচাকলকে উদ্ধার করতে সক্ষম হন।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বাহুবল মডেল থানা পুলিশের একটি দল এবং ফায়ার সার্ভিস এর একটি ইউনিট। গাড়িতে আটকাপড়া চালককে উদ্ধারের পর পরই পুটিজুরী বাজার ক্রস করেন স্বরাষ্ট্র মন্ত্রির একটি গাড়ি বহর।

উল্লেখ্য, দীর্ঘ ৩০/৪০ মিনিট মহা সড়ক অবরোধ থাকার পর ওই সময় বাহুবল মডেল থানা পুলিশ মহা সড়ক থেকে অবরোধ তুলে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। এ সময় ঘটনাস্থলে শত শত যান বাহন আটকা পড়ে যায়। তবে এক চালক ছাড়া আর কেউ গুরুতর আহত হয় নাই।

তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

More News Of This Category