1. mahfujpanjeree@gmail.com : Mahfuzur-Rahman :
  2. admin@samagrabangla.com : main-admin :
  3. mahmudursir@gmail.com : samagra :

ডায়াবেটিসের নতুন ঔষধ আবিষ্কার

  • Update Time : শনিবার, নভেম্বর ৪, ২০১৭

 ডায়াবেটিস চিকিৎসায় নতুন কি ঔষধ এসেছে?

উত্তর : নতুন ধরনের Insulin এবং উন্নতমানের ঔষধ এসেছে যা নতুন দিগন্ত খুলে দেবে বলে ভাবা হচ্ছে।

 নতুন Insulin মানে কি Injection ছাড়া?

উত্তর : না, Injection এর মাধ্যমেই নিতে হবে, কিন্তু একদিন অন্তর বা সপ্তাহে তিনবার। এর নাম Insulin Degludec. এটা Type-1 এবং Type-2 ডায়াবেটিসে ব্যবহার করা যায়। Type-2 ডায়াবেটিসে অনেক দিন হয়ে গেলে ওষুধে ঠিক মতো Control হতে চায় না। তখন নিয়মিত খাওয়ার ঔষধের সঙ্গে একদিন অন্তর এই Insulin নিলে ভালো Control হবে।

 অনেক দিন হয়ে গেলে কি ঔষধ কোনো কাজ করে না? 

উত্তর : না, ঔষধ কাজ করতে হলে শরীরে অবশিষ্ট Insulin কতটা আছে তার ওপর নির্ভর করে। দীর্ঘদিন ধরে ডায়াবেটিস থাকলে অগ্নাশয়ে Insulin আর থাকে না বললেই চলে, তখন ঔষধের সঙ্গে দিনে একবার হলেও Insulin নিতে হবে।

 এমন ঔষুধ নেই যা Insulin থেকে মুক্তি দিতে পারে ? 

উত্তর : এটা নির্ভর করে জীবনযাত্রা পরিবর্তনের ওপর। অনেকে নিয়মিত হেঁটে, খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করে, ধূমপান ছেড়ে দিয়ে ২০-২৫ বছর দু-একটা ঔষধ খেয়ে ভালই আছেন। তবে ১৫-২০ বছর হয়ে গেলে Insulin লাগতে পারে। তবে নতুন ঔষুধ আসছে, সেগুলো ব্যবহার হলে বোঝা যাবে যে কতটা কার্যকর।

 অনেক সময় ডায়াবেটিস কন্ট্রোলের জন্য একাধিক ঔষধ খেতে হয় কেন? 

উত্তর : তার কারণ হলো বিভিন্ন ঔষুধের কর্মক্ষমতা বিভিন্ন। কেউ অগ্ন্যাশয় থেকে Insulin ক্ষরণ করতে সাহায্য করে, কেউ বা Liver থেকে Glucose উৎপাদনে বাধা দেয়। খাবার পর আমাদের খাবারের মাধ্যমে যে শর্করা রক্তে প্রবেশ করে তাতে বাধা দেয়। কেউ বা আমাদের অগ্ন্যাশয়ে অবশিষ্ট Insulin যাতে ঠিক মতো কাজ করে সেই দিকটা খেয়াল রাখে। আর নতুন এক ধরনের ঔষধ আসছে যা মূত্রের মাধ্যমে শরীর থেকে Glucose বার করে দেবে। তাই প্রথমে ডায়াবেটিস ধরা পড়লে তখন একটা ঔষধ লাগলেও পরের দিকে ডায়াবেটিস Control এর জন্য একাধিক ঔষধ লাগতে পারে।

 আচ্ছা পায়োগ্লিটাজোন কি ব্যবহার করা ঠিক? 

উত্তর : পায়োগ্লিটাজোন অনেক বছর ধরে আমাদের দেশে এবং বিদেশে ব্যবহার হচ্ছে। দুই-একটা Study ছাড়া সেরকম পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তবে heart failure, রক্তাপ্লতা, Kidney সমস্যা থাকলে ব্যবহার করা যাবে না। যেহেতু দাম খুবই কম আমাদের দেশে এটি বেশ কার্যকর ঔষধ। তাছাড়া প্রি-ডায়াবেটিস স্টেজে যদি এই ঔষধ প্রয়োগ করা হয় তাহলে ৭০ শতাংশ ক্ষেত্রে ডায়াবেটিস প্রতিরোধ করা যায়।

 নতুন ঔষুধগুলি কি খুব দামি হবে?

উত্তর : নতুন কিছু %9

তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

More News Of This Category