November 29, 2023, 1:04 pm
চট্টগ্রাম প্রতিনিধি :চট্টগ্রামের আনোয়ারা উপজেলার শোলকাটা এলাকায় ট্রাকের ধাক্কায় সাইদুল ইসলাম সুমন (২৮) নামে এক যুবক নিহত হয়েছে।
দূর্ঘটনাটি ঘটে মঙ্গলবার ২ ফেব্রুয়ারী ২০২১ সন্ধ্যা ৬ টার দিকে ।
নিহত যুবক বাশঁখালী উপজেলার ব্যাংকার আব্দুল সামাদের ছেলে।
এসময় আহত হন সাধনপুর গ্রামের জেবল আহমেদের ছেলে শেখ মুহাম্মদ (২০)। তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
স্থানীয়রা জানান, বাশঁখালী থেকে একটি মাল বোঝাই ট্রাকের দ্রুতগতি তে যাওয়ার সময় মোটরসাইকেল কে পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সুমন নিহত হয়।
চাতরী চৌমুহনীর ট্রাফিক পুলিশ ইনচার্জ হাবিবুর রহমান জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই, স্থানীয়দের কাছ থেকে শুনে ধারণা করা হচ্ছে, মাল বোঝাই ট্রাক মোটরসাইকেল এর পিছনে ধাক্কা দিলে ঘটনাস্থলে সুমন নামে যুবকের মৃত্যু হয়।
তবে ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি।