November 30, 2023, 4:48 am
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম নগরে দুটি কেন্দ্র ১৪ উপজেলায় করোনা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। আজ রবিবার সকাল ১০ ঘটিকার প্রথম টিকা নিয়ে কর্মসূচির উদ্বোধন করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল৷
শিক্ষা উপমন্ত্রী নওফেল টিকা গ্রহণের পরপর কয়েকজন কর্মকর্তা টিকা নিয়েছেন বলে জানিয়েছেন চসিক টিকাদান কমিটির সচিব ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ড. সেলিম আক্তার চৌধুরী।
যারা টিকা নিয়েছেন, সংসদ সদস্য মোশাররফ হোসেন, বিগ্রেডিয়ার জেনারেল হাসপাতাল পরিচালক জেনারেল এসএম হুমায়ূন কবীর, ড. হাসান শাহরিয়ার কবির, চসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সেলিম আকতার চৌধুরী, সিভিল সার্জন ড. শেখ ফজলে রাব্বি প্রমুখ।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) প্রধান কর্মকর্তা ড. সেলিম আকতার চৌধুরী বলেন, আমি সবাইকে বলব কোনো ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে টিকা নিন। যেকোনো অবস্থার জন্য আমরা প্রস্তুত আছি। টিকা দেওয়ার আগে টিকা গ্রহীতার স্বাস্থ্য পরিক্ষা করা হবে। টিকা দেওয়ার পর যিনি টিকা দিবেন তাকে আমরা এক ঘন্টা পর্যবেক্ষণে রাখব।