January 22, 2023, 2:50 am
ডক্টরেট ডিগ্রী পেলেন মমতাজ—এমন খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। ভারতের তামিলনাড়ুর গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি তাকে এই স্বীকৃতি দিয়েছে বলে ফেসবুকে জানিয়েছেন মমতাজ।
কিন্তু তার এই অর্জন নিয়ে উঠেছে প্রশ্ন। আসলেই কি মমতাজ সঠিক উপায়ে ডক্টরেট ডিগ্রী পেয়েছেন নাকি অর্থের বিনিময়ে কিনেছেন? প্রশ্নের উত্তর জানতে ঢুঁ মারা হয় ভারতের ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশনের (ইউজিসি) ওয়েব সাইটে। সেখানে সমগ্র ভারতে নয় শ ৭৯টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে নেই ‘গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি’র নাম। এমনটি এই বিশ্বাবিদ্যালয়ের নামে নেই কোনো ফেসবুক পেজ।
এদিকে গত সেপ্টেম্বরে ‘গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি’র বিরুদ্ধে টাকার বিনিময়ে ডক্টরেট ডিগ্রী বিক্রির অভিযোগ উঠেছিল। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা যায়, বিশ্ববিদ্যালয়টি ২০ হাজার থেকে এক লাখ টাকার বিনিময়ে ডক্টরেট ডিগ্রী বিক্রি করছিল তারা।