March 27, 2023, 5:08 pm
এই দেশ আমার জন্মভূমি,
মাতৃভূমিও বটে।
তাইতো আমি ভালোবাসি
দেশকে নিজের প্রাণ জুড়িয়ে।
ছবি আঁকি,স্বপ্ন দেখি, ঘর বাঁধি এই দেশকে নিয়ে।
তাইতো তুমি লুকিয়ে রেখেছ
আমার সকল স্বপ্ন বুনে।
মাঠে-ঘাটে যেখানেই দেখি
এই দেশের এই রূপ,
ততই আমি তৃপ্ত হই দেখে তোমার সকল গুণ।
তাইতো ভাবি সর্বাপেক্ষা আমার দেশই শ্রেষ্ঠ,
মুগ্ধ করে সবই আমায় যা কিছু হয় সৃষ্ট।
লিখা: ঝুমি রানী পাল
দশম শ্রেণি
দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়
তথ্য সংগ্রহ: মোহাম্মদ খালিদ