মুহিন শিপন: হবিগঞ্জ জেলা পরিষদ ১০ ওয়ার্ডের উপ-নির্বাচনে সাধারণ সদস্য পদে আব্দুল্লাহ সরদার হাতি প্রতিক নিয়ে ৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী মোঃ জালাল উদ্দিন (তালা) পেয়েছেন ২৮ ভোট।অপর দুই প্রার্থী আব্দুল ওয়াহেদ (টিউবওয়েল) ১৪ ভোট এবং আব্দুল মালেক মাদানী (অটোরিকশা) ৭ ভোট পেয়েছেন। মঙ্গলবার সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ভোট গ্রহন শেষে বিকাল ৩ টায় ফলাফল ঘোষনা করা হয়।সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসফিকা হোসেনের তত্ত্বাবধানে ভোট গ্রহন ও ফলাফল ঘোষনা করা হয়। ফলাফল ঘোষনা করার সময় প্রিজাইডিং অফিসার মুজিবুর রহমান জানান, সুষ্ঠু ভাবে ভোট গ্রহনের পর সকল প্রার্থীর উপস্থিতিতে ভোট গণনা করা হয়েছে। মোট ৮১ জন ভোটারের সকলেই ভোট দিয়েছেন। আব্দুল্লাহ সরদার হাতি প্রতিক নিয়ে ৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এসময় আব্দুল্লাহ সরদার সকল ভোটার ও শুভাকাঙ্ক্ষীদেরকে ধন্যবাদ জানান।এবং যথাযথ দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।