June 8, 2023, 12:23 pm
আজ ১২ই ডিসেম্বর – ৫ম জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২১। এবছর জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয় – ‘ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ’। জাতীয় কর্মসূচীর সাথে সামঞ্জস্য রেখে হবিগঞ্জ জেলায়ও বাস্তবায়িত হয়েছে নানা কর্মসূচি। জেলার শিক্ষা প্রতিষ্ঠান ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২১ উপলক্ষে আয়োজিত উপস্থিত বিজ্ঞান বক্তৃতা , কুইজ প্রতিযোগিতা আয়োজন করে।
এর ধারাবাহিকতায় উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব, হবিগঞ্জ নানা কর্মসূচী পালন করে। উদ্ভাবনী বিজ্ঞান ক্লাবের কার্যকরী কমিটির ও ইভেন্ট মেনেজমেন্ট কমিটির সকল অফিসার দায়িত্ব পালন করে।
উদ্ভাবনী বিজ্ঞান ক্লাবের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়, চুনারুঘাট।নুরপুর আর্দশ উচ্চ বিদ্যালয় ও প্রান আর এফ এল স্কুল এন্ড কলেজ।
স্ব-স্ব প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগন বলেন, উদ্ভাবনী বিজ্ঞান ক্লাবের কার্যক্রম আমাদের ভালো লেগেছে। বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিয়ে কাজ করছে। সরকার শিক্ষা ব্যবস্থার পরিবর্তন নিয়ে আসছে। ইতিমধ্যে শিক্ষা ব্যবস্থার নতুন রূপকল্প জানিয়েছেন আমাদের শিক্ষা মন্ত্রী দিপু মনি।
আরো পড়ুন শিক্ষা নিয়ে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন শিক্ষামন্ত্রী
শিক্ষকমন্ডলীরা আরো বলেন, আমরা যদি প্রযুক্তি সম্পর্কে ভালো জ্ঞান না রাখি তাহলে বর্তমান ব্যবস্থায় সামনের দিকে এগিয়ে যেতে পারবো না।
আরো পড়ুন আত্মহত্যার যন্ত্র সরকো কতটা উপযুক্ত উদ্ভাবক কি বলে?
সর্বশেষে উপস্থিত বিজ্ঞান বক্তৃতা , কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়।
উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক গন উক্ত ইভেন্ট গুলো বাস্তবায়নের ছিলেন প্রতিটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের এম্বাসেডর এবং অংশগ্রহণকারী শিক্ষার্থী।
আরো পড়ুন শীতের সুস্থতায় সরিষার তেলের গুণাবলি