1. mahfujpanjeree@gmail.com : Mahfuzur-Rahman :
  2. admin@samagrabangla.com : main-admin :
  3. mahmudursir@gmail.com : samagra :

ঐতিহ্যবাহী মসজিদের দৃষ্টিনন্দন অজুখানার উদ্বোধন

  • Update Time : রবিবার, মে ১৬, ২০২১

মোঃ মাহফুজুর রহমানঃ উচাইল শংকরপাশা শাহী জামে মসজিদ সিলেট বিভাগের হবিগঞ্জ জেলা সদরে অবস্থিত। মসজিদটি জেলার একটি ঐতিহ্যবাহী মসজিদ যা সুলতান আলাউদ্দিন হোসেন শাহ ১৪৯৩ সালে সুলতানী আমলের এই মসজিদের নির্মান কাজ শুরু করেন যা ১৫১৩ সালে সমাপ্ত হয়।

এটি মূলতঃ ইসলাম ধর্মাবলম্বিদের একটি উপাসনাগার। এর অবস্থান হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের শংকরপাশা গ্রামে।

স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল প্রত্নতাত্ত্বিক দৃষ্টিকোণে গুরুত্বপূর্ণ এই মসজিদে একটি অজুখানা স্থাপনের। হবিগঞ্জ জেলা প্রশাসনের সক্রিয় ভূমিকায় আজ এখানে একটি দৃষ্টিনন্দন অজুখানার উদ্বোধন করা হয়। অজুখানার উদ্বোধন করেন সম্মানিত জেলা প্রশাসক জনাব ইশরাত জাহান। এসময় মসজিদের অজুখানার উদ্বোধন উপলক্ষে দোআ করা হয়।

জেলা প্রশাসক বলেন, এই দৃষ্টিনন্দন এই মসজিদটির প্রত্নতাত্ত্বিক গুরুত্ব দেশবাসীর কাছে তুলে ধরতে। পাশাপাশি মসজিদটির সার্বিক উন্নয়নের লক্ষে সম্মানিত জেলা প্রশাসক সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন মৎস্য ওর প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মানিত উপসচিব জনাব মোহাম্মদ আজিজুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, হবিগঞ্জ সদর জনাব বর্ণালী পাল, সহকারী কমিশনার জনাব নাভিদ সারওয়ার এবং মসজিদ কমিটির সদস্যবৃন্দ।

তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

More News Of This Category