1. mahfujpanjeree@gmail.com : Mahfuzur-Rahman :
  2. admin@samagrabangla.com : main-admin :
  3. mahmudursir@gmail.com : samagra :

‘জীবন-জীবিকায় প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ’ – অর্থমন্ত্রী

  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ১, ২০২১
প্রতিকী ছবি - সমগ্র বাংলা

সমগ্র বাংলাঃ এবারের বাজেটের শিরোনাম ‘জীবন-জীবিকায় প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ’। অর্থমন্ত্রী এ বাজেটকে মানবিক ও মানুষের জন্য স্বপ্নপূরণের বাজেট আখ্যা দিয়েছেন।

জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট পাস হয়েছে। বুধবার স্পিকার শিরীন শারমিন চৌধরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে এই বাজেট কণ্ঠভোটে পাস হয়। আজ বৃহস্পতিবার (১ জুলাই) থেকে এ বাজেট কার্যকর হবে। নির্দিষ্টকরণ বিল-২০২১ পাসের মধ্য দিয়ে জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার জাতীয় বাজেট পাস করা হয়েছে। যা জিডিপির ১৭ দশমিক ৫ শতাংশ। বুধবার (৩০ জুন) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদের অধিবেশনে এ বিল পাস হয়। এ সময় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।

পরে অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল নির্দিষ্টকরণ বিল ২০২১ জাতীয় সংসদে পাস করার জন্য উত্থাপণ করলে কণ্ঠভোটে তা পাস হয়। এ সময় সংসদ সদস্যরা টেবিল চাপড়ে অর্থমন্ত্রীকে অভিনন্দন জানান। এ সময় বিরোধীদলীয় সদস্যরাও উপস্থিত ছিলেন সংসদে। নতুন অর্থবছরের বাজেটে জিডিপি ধরা হয়েছে ৩৪ লাখ ৭৩ হাজার ৯১১ কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) ধরা হয়েছে ২ লাখ ২৫ হাজার ৩২৪ কোটি টাকা।

পাস হওয়া বাজেটে ঘাটতি রয়েছে ২ লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা। বৈদেশিক অর্থায়ন থেকে ঋণ নেওয়া হবে ১ লাখ ১ হাজার ২২৮ কোটি টাকা। অভ্যন্তরীণ খাত থেকে নেওয়া হবে ১ লাখ ১৩ হাজার ৪৫৩ কোটি টাকা।
অভ্যন্তরীণ উৎসের মধ্যে ব্যাংকিং খাত থেকে ঋণ নেওয়া হবে ৭৬ হাজার ৪৫২ কোটি টাকা এবং সঞ্চয়পত্র ও ব্যাংক বহির্ভূত খাত থেকে ৩৭ হাজার ১ কোটি টাকা। বাজেট ঘাটতির এই হার জিডিপির ৬ দশমিক ২ শতাংশ।

প্রস্তাবিত বাজেটে রাজস্ব আদায়কে গুরুত্ব দেওয়া হয়েছে বেশি। সকল প্রকার বিলাসপণ্য বিশেষ করে আমদানি করা পণ্যে ট্যাক্স বাড়ানো হয়েছে। বাড়ির নকশা অনুমোদন করতে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) বাধ্যতামূলক করা হয়েছে। ফলে শহরে বা গ্রামে বাড়ি করতে টিআইএন নিতে হবে। এতে করের আওতায় আসবেন বাড়ির মালিক। এ ছাড়া যে কোনও সমবায় সমিতির নিবন্ধনের ক্ষেত্রেও টিআইএন বাধ্যতামূলক করা হয়েছে।
বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বলয়ের পরিধি বাড়িয়ে বরাদ্দ ও উপকারভোগীর সংখ্যা বাড়িয়েছে সরকার। বয়স্কভাতায় নতুন যুক্ত হয়েছেন ৮ লাখ মানুষ। বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানি ১২ হাজার টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। করোনা মহামারিকে গুরুত্ব দিয়ে ২০২১-২২ অর্থবছরের বাজেটে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাখাতে ৩২ হাজার ২৪৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর বাইরে করোনা মোকাবিলায় থোক বরাদ্দ রাখা হয়েছে ১০ হাজার কোটি টাকা গবেষণাভিত্তিক স্বাস্থ্যশিক্ষার সম্প্রসারণে আগামী অর্থবছরেও ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

আগামী অর্থবছরের বাজেটের ওপর সংসদে উত্থাপিত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ খাতের ৫৯টি মঞ্জুরি দাবির বিপরীতে বিরোধী দল জাতীয় পার্টি ও বিএনপির সাংসদেরা ৬২৫টি ছাঁটাই প্রস্তাব আনেন। ছাঁটাই প্রস্তাবগুলো দিয়েছিলেন জাতীয় পার্টির মুজিবুল হক, রুস্তম আলী ফরাজী, ফখরুল ইমাম, কাজী ফিরোজ রশীদ, পীর ফজলুর রহমান, শামীম হায়দার পাটোয়ারী, লিয়াকত হোসেন খোকা, রওশন আরা মান্নান এবং বিএনপির হারুনুর রশীদ, রুমিন ফারহানা, মোশাররফ হোসেন ও গণফোরামের মোকাব্বির খান।

অর্থমন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, কাল থেকেই শুরু হচ্ছে মোবাইল ব্যাংকিং সেবার করপোরেট কর কমানোর নতুন কার্যক্রম। সেইসঙ্গে ক্রসচেকে লেনদেনের শর্ত শিথিল করা শিল্পের কাঁচামাল ক্রয়ের কর্মসূচিও শুরু হবে। শিল্পখাতে কালো টাকা বিনিয়োগে দেওয়া ‘বিশেষ’ সুযোগ অব্যাহত রাখার সিদ্ধান্ত বাস্তবায়নে এসআরও জারি করবে এনবিআর।
আরও জানা গেছে, সরকার তিন খাতে বিনিয়োগের শর্তে কালো টাকা সাদা করার সুযোগ দেবে ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত।

তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

More News Of This Category