January 20, 2021, 9:39 pm
দ্যা ওয়াল স্ট্রিট জার্নালের প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয় যে, একটি সফটওয়্যার বাগ এর কারনে, গুগলের সামাজিক নেটওয়ার্ক গুগল+ এর প্রায় ৫০০,০০০ প্রাইভেট প্রোফাইল ডেটা ডেভেলপার’দের কাছে এক্সপোজ হয়েছে..
উল্লেখ্য যে, জুন ২৮, ২০১১ সালে গুগল+ লঞ্চ করা হয় এই উদ্দেশ্যে যে এটা, ফেসবুক এবং টুইটারকে টেক্কা দিবে এবং ২০১৮ সালে এর ইউজার ছিলো প্রায় ১৯৮ মিলিয়ন..
এই প্রতিবেদন প্রকাশের পর, অক্টোবর ৮, ২০১৮ তে গুগল জানায়, তারা গুগল+ বন্ধ করে দিতে যাচ্ছে এপ্রিলের ২ তারিখ, ২০১৯ এ..
আরো বলে যে, গুগল+ এর শুধু কনজ্যুমার(পার্সোনাল) ভার্সন অফ করা হবে, তবে এন্টারপ্রাইজ ইউজাররা ইউজ করতে পারবে..
এটা নিশ্চিত নয় যে, তথ্যগুলো কেউ এক্সেস করতে পেরেছে কিনা, শুধু এতটুকু ই জানানো হয়েছে যে, তথ্যগুলো এক্সপোজ হয়েছে একদল ডেভেলপার’দের কাছে..
উদ্বেগের বিষয় এটা যে, মার্চ, ২০১৮ তে এই ঘটনা ঘটলেও ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশের আগে পুরো বিষয় ইউজারদের কাছে প্রকাশ্যে আনেনি গুগল, স্বাভাবিকভাবেই ইউএস এবং ইউরোপীয়ান ইনভেষ্টিগেটররা এটা নিয়ে খোড়াখুড়ি চালিয়ে যাবে..
বর্তমান স্ট্যাটাস হচ্ছে, তেরো মাস আগে, ২ এপ্রিল, ২০১৯ থেকে শাট ডাউন করা আছে..কনজ্যুমার বা পার্সোনাল ইউজারদের জন্যে..
আর জি স্যুইটের এন্টারপ্রাইজ একাউন্টগুলো, মেইনট্যানেন্স মোডে রয়েছে…