1. mahfujpanjeree@gmail.com : Mahfuzur-Rahman :
 2. admin@samagrabangla.com : main-admin :
 3. mahmudursir@gmail.com : samagra :

মেয়েদের যে আচরণ গুলো ছেলেদের সবচেয়ে বিরক্তিকর

 • Update Time : রবিবার, জুন ২১, ২০২০

একজন ছেলে হিসেবে মেয়েদের কোন আচরণটি সবচেয়ে বিরক্তিকর লাগে?

যদিও আমি নিজেও একটা মেয়ে তবে তা সত্বেও অধিকাংশ মেয়েদের কিছু কিছু আচরণ খুবই বিরক্তিকর লাগে-

 • অতিরিক্ত সাজগোজ : কারণে-অকারণে সাজতে বসে যায়। মেকআপ করে করে চেহারা পুরা উল্টায় দেয়, চুলকে ফুলায়ে-ফালায়ে মাথার উপর পাহাড় বানায় দেন, স্কার্ফ পড়লে সেটাও ফুলায়।
 • ন্যাকামো করে কথা বলা : বর্তমানে অধিকাংশ মেয়েকেই দেখি ন্যাকামো করে বাচ্চাদের মতো কন্ঠে কথা বলার চেষ্টা করে। আমার কাছে জিনিসটা বাচ্চাদের মতো লাগে না বরং অনেকটা প্রতিবন্ধী লাগে।
 • সমালোচনা করা : অধিকাংশ মেয়েরাই প্রচুর পরিমাণে সমালোচনা করে।
 • নিজের প্রসংশা করা : এটা যদিও ছেলে-মেয়ে দুজনেই করে তবে মেয়েরাই সচরাচর অতিরিক্ত আকারে নিজের প্রসংশা করে, যাতে অনেকটা অহংকারের প্রকাশ পায়।
 • অতিরিক্ত মার্কেটিং করা : মেয়েরা একবার মার্কেটে ঢুকলে দুই ঘন্টার আগে বের হওয়ার নাম নেয় না।
 • বেশি কথা বলা : অধিকাংশ মেয়েরাই প্রায় অকারণেই প্যাক প্যাক করতে থাকে।
 • কথায় প্যাঁচ লাগানো : প্রায় সব মেয়েরাই ছোট একটা বিষয়কে ঘুরায়-প্যাঁচায় অনেক কঠিনভাবে উপস্থাপন করে।
 • সহ্য কম করা : মেয়েদের যদি এমন কিছু বলা হয় যা তাদের মতের সাথে মিলে না, সাথে সাথে এমন একটা প্রতিক্রিয়া দেখায় যেন মহাভারত অশুদ্ধ হয়ে গেছে।
 • ভুল স্বীকার না করা : ছেলেদের তুলনায় মেয়েরা অনেক অনেক কম ভুল স্বীকার করে, এতে মনে হয় তাদের সম্মানে লাগে।
 • আত্মপ্রচার করা : প্রতিটা কাজ করার আগে ৬৪ বার ছবি তুলে ২৫৬ বার স্যোশাল মিডিয়ায় না দিলে অধিকাংশ মেয়েদের পেটের ভাত হযম হয় না।

নিঃসন্দেহে বলা যায় এর মধ্যে সবগুলা বৈশিষ্ট্যই কম বা বেশি আমার মধ্যে আছে, তাতেই আমার এতো বিরক্ত লাগে না জানি ছেলেদের কেমন লাগে। যাই হোক, খারাপ আচরণ নিয়ে সমালোচনা না করে সমাধান খোঁজাই শ্রেয়। এ অভ্যাসগুলো পাল্টানোর তেমন কোনো উপায় আমার জানা নাই, কারোর জানা থাকলে জানাবেন।

তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

More News Of This Category