June 8, 2023, 12:57 pm
ঢাকায় ২০১৩ সালে, ৫ম শ্রেণির এক ছাত্রীকে পড়াতাম। একদিন হঠাৎ জিজ্ঞেস করল স্যার ধর্ষণ কি? আমি ধমক দিলাম। তারপরও জিজ্ঞেস করছে স্যার বলেন না।
আমি বল্লাম, তুমি মুভিতে দেখ নাই যে, ভিলেন মেয়েকে ধরে নিয়ে যায়?
সে বলল, ধরে নিয়ে কি করে?
মহা মুস্কিল তো, রাগ করে বললাম ধরে নিয়ে গিয়ে মারে, অনেক মারে।
(এর পর ছাত্রীর কথা শুনে আমি শেষ🙄🙄🙄)
ছাত্রী বললো স্যার, আপনি যদি আমাকে আর মারেন তো আমি আব্বুকে বলে দিবো যে আপনি আমাকে ধর্ষণ করেছেন।
গল্পটি লিখছেন: Asadullah Mahmud, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ/তে বি এস সি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন (2020)