June 8, 2023, 12:32 pm
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ কদমতলী , গ্রামের এর গোয়ালঘর হইতে ০৩ টি গরু চুরি হইয়াছে মর্মে জানতে পেরে অফিসার ইনচার্জ জনাব অজয় চন্দ্র দেব এর নেতৃত্বে এস আই (নিঃ) সনজীত চন্দ্র নাথ, এএসআই/বিধান রায়, এএসআই (নিঃ) কবির হোসেন সহ সঙ্গীয় ফোর্স থানা এলাকা চুরি যাওয়া গরু উদ্ধার সহ গরু চুরির সাথে সম্পৃক্ত চোরদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান পরিচালনা করাকালে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানাধীন উবাহাটা ইউ/পির অন্তর্গত বরমপুর গ্রামের আসামী হবিব উল্যাহ এর বাড়ী হইতে দোলোয়ার হোসেন দিলু এর চুরি যাওয়া ০৩ টি গরু উদ্ধার করা সহ গরু চুরির সাথে সম্পৃক্ত আসামী ১। হবিব উল্যাহ (৬২), পিতা-হানিফ উল্যা, মাতা-মৃত মোমিন চাঁন্দ, ২। আনোয়ারা খাতুন (৪৫), স্বামী- হবিব উল্যাহ, উভয় সাং-নিশাপট (কোণারবাড়ী), থানা-শায়েস্তাগঞ্জ, এ/পি সর্ব সাং-বরমপুর, উবাহাটা ইউ/পি, থানা-চুনারুঘাট, জেলা-হবিগঞ্জ দ্বয়কে গ্রেফতার করা হয়। এই সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীদ্বয় সহ গরু চুরির সাথে সম্পৃক্ত অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে শায়েস্তাগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে পুলিশ স্কটের মাধ্যমে প্রেরণ করা হয়েছে।