March 29, 2023, 3:45 pm
খালিদ হাসান: চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে পুনঃগঠন হলো প্লেটু বিজ্ঞান ক্লাব। শিক্ষার্থীদের মন থেকে বিজ্ঞান ভয় দূর করে বিজ্ঞান বিভাগে শিক্ষার্থী বৃদ্ধির লক্ষ্যে চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০১৮ সাল থেকে সেবা সংস্থা কাজ করে আসছে। প্রতি বছরের ন্যায় এবারও চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্লেটু বিজ্ঞান ক্লাব পুনঃগঠন করা হয়েছে।
অত্র প্রতিষ্ঠানের সহঃপ্রধান শিক্ষক জনাব সুরঞ্জন চন্দ্র ধর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব সুজিত চন্দ্র দেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক পাশাপাশি বিজ্ঞান ক্লাবের পরিচালক জনাব আব্দুর রাজিব ও সেবা’র কো-অর্ডিনেটর খালিদ হাসান।
বর্তমান বছরে বিজ্ঞান ক্লাবে ৭১জন সদস্য করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন বিজ্ঞান শিক্ষার উন্নয়ে প্লেটু বিজ্ঞান ক্লাবের সদস্যদের নিয়ে প্রতি বছরের ন্যায় এবারও বিদ্যালয়ে বিজ্ঞান মেলা, বিজ্ঞান কুইজ, বিজ্ঞান দেয়ালিকা ইত্যাদি প্রতিযোগিতার আয়োজন করা হবে।
তবে অন্যান্য বছরের চাইতে এবছর আরও ভালোভাবে আয়োজন হবে। এত যে সকল সহযোগিতা প্রয়োজন সব ধরণের সহযোগিতা করা হবে।