1. mahfujpanjeree@gmail.com : Mahfuzur-Rahman :
  2. admin@samagrabangla.com : main-admin :
  3. mahmudursir@gmail.com : samagra :

অভিভাবক সমাবেশের চিঠি লিখার নিয়ম

  • Update Time : মঙ্গলবার, জানুয়ারি ২, ২০১৮

জনাব/জনাবা,
আস্সালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ মেহেরবাণীতে ভাল আছেন। সম্মানিত অভিভাবক আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ৩০শে জানুয়ারি-বুধবার, সকাল ১১ ঘটিকায় কালিনগর পাইলট স্কুল ক্যাম্পাসে শিক্ষার মানন্নোয়নে করণীয় শীর্ষক শিক্ষক-অভিভাবক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। উক্ত সমাবেশে যথা সময়ে সবান্ধব উপস্থিত হয়ে এ আয়োজনকে সাফল্যমন্ডিত করার জন্য আপনাকে/আপনাদেরকে বিশেষ ভাবে অনুরোধ করা হইল।
অনুরোধক্রমে বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষে- মো:সুহেল মিয়া

তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

More News Of This Category