1. mahfujpanjeree@gmail.com : Mahfuzur-Rahman :
  2. admin@samagrabangla.com : main-admin :
  3. mahmudursir@gmail.com : samagra :

চার ফিফটিতে বাংলাদেশের সংগ্রহ ২৯৭ রান

  • Update Time : শুক্রবার, জানুয়ারি ২৯, ২০২১

ওয়েস্ট ইন্ডিজ কে হোয়াইটওয়াশ করার লক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে তামিম, সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহ’র ফিফটি তে ভর করে ২৯৭ রান সংগ্রহ করে বাংলাদেশ।

৩ ম্যাচ সিরিজের প্রথম ২ ম্যাচ জিতে ইতিমধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাট করতে হাতে নামেন দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন কুমার দাস প্রথম ওভারেই জোসেফের বলে LBW হয়ে ৪ বল খেলে ০ রানে আউট হয়ে সাজঘরে ফিরে যান লিটন কুমার দাস।

দ্বিতীয় উইকেটে নাজমুল হোসেন শান্ত কে নিয়ে ৩৭ রানের জুটি গড়েন অধিনায়ক তামিম ইকবাল।
কাইল মেয়ার্সের বলে LBW হয়ে ৮.৪ ওভারে ব্যক্তিগত ২০ রানে সাজঘরে ফিরেন শান্ত।

তৃতীয় উইকেটে সাকিব তামিম মিলে গড়েন ৯৩ রানের মহামূল্যবান জুটি। তামিম ইকবাল তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের ৪৮তম ফিফটি।
২৭ তম ওভারের শেষ বলে জোসেফের দ্বিতীয় স্বীকার তামিম ইকবাল, সাকিব আল হাসান ধীরে ধীরে একপাশ আগলে রেখে তুলে নেন ফিফটি।

শেষদিকে মুশফিক মাহমুদউল্লাহর ঝড়ো ব্যাটে ২৯৭ রান করে বাংলাদেশ।
মুশফিকুর রহিম ২ ছয় ৪ টি চারে ৫৫ বলে ৬৪ রান করে ৪৬.২ তম ওভারের
রেফার এর বলে জোসেফ এর তালুবন্দি হয়ে সাজঘরে ফিরেন।

আগের দুই ম্যাচে ব্যাট হাতে সুযোগ না পাওয়া সৌম্য সরকার ৮ বলে ৭ রান করে রান আউটের স্বীকার।
টেস্ট দলে জায়গা না পাওয়া মাহমুদউল্লাহ রিয়াদ ৩ ছয় ৩ চারে ৪৩ বলে ৬৪* রান করে অপরাজিত।

আজ বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন আসে, গত দুই ম্যাচে খেলা রুবেল হোসেন ও হাসান মাহমুদ কে দেওয়া হয় বিশ্রাম৷
সাইফুদ্দিন এবং তাসকিন আহমেদ কে একাদশে আনা হয়।
তাসকিন আহমেদ শেষ ওয়ানডে ম্যাচ খেলেন ২০১৭ সালে।

ওয়েস্ট ইন্ডিজের জোসেফ নেন ১০ ওভারে ৪৮ রানের বিনিময়ে ২ টি উইকেট। রেফার নেন ১০ ওভারে ৬১ রানের বিনিময়ে ২ টি ।
এছাড়াও মেয়ার্স নেন একটি উইকেট।

তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

More News Of This Category