March 27, 2023, 1:30 pm
সাধারণত যাদের সরকারি চাকরি হয় বা নতুন কর্মস্থল সৃষ্টি হয় তাদের একাধিক বারই বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অব্যাহতি নিতে হয়। এক্ষেত্রে পুরাতন কর্মস্থল হতে ইস্তফা নেওয়ার প্রয়োজন পড়ে অথবা চাকরি ছেড়ে দিতে চাইলেও অব্যাহতি পত্রের প্রয়োজন পড়ে। নিম্নে একটি ইস্তফা বা অব্যাহতি পত্রের নমুনা প্রদান করা হলো।
বরাবর,
মানব সম্পদ বিভাগ।
পাওলো ফুটওয়্যার বিডি লিমিটেড।
কর্ণফুলী ইপিজেড, পতেঙ্গা, চট্রগ্রাম।
মাধ্যম: যথাযথ কর্তৃপক্ষ।
বিষয়:চাকরি থেকে অব্যাহতি প্রসঙ্গে।
জনাব/মহোদয়,
বিনীত নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী সহকারি হিসাব রক্ষক, পাওলো ফুটওয়্যার বিডি লিমিটেড। কর্ণফুলী ইপিজেড, পতেঙ্গা, চট্রগ্রাম।। আমি গত ২৪/০৭/২০১৩ খ্রি. তারিখে উক্ত কোম্পানিতে যোগদান করি। এই দীর্ঘ ৫ বছর যাবত সহকারি হিসাব রক্ষক পদে চাকুরীরত ছিলাম বর্তমানে আমার ব্যক্তিগত সমস্যার কারণে ২৫/০৮/২০১৮ খ্রি. তারিখ হতে স্বেচ্ছায় স্ব-জ্ঞানে চাকুরী হতে ইস্তফা পত্র প্রদান করছি।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন অনুগ্রহপূর্বক ২৫/০৮/২০১ খ্রি. তারিখ হতে আমার ইস্তফা পত্র গ্রহণ করিতে আপনার একান্ত মর্জি হয়।
নিবেদক
(নাজমুল)
(স্বাক্ষর)
(পদের নাম)
প্রতিষ্ঠানের নাম
প্রতিষ্ঠানের ঠিকানা