1. mahfujpanjeree@gmail.com : Mahfuzur-Rahman :
  2. admin@samagrabangla.com : main-admin :
  3. mahmudursir@gmail.com : samagra :
Title :
পসবিদের ২১২৯২০৭৭ টাকা কার পকেটে? প্রধান নিবার্হীর স্বাক্ষরীত কালেকশন সিটে প্রাপ্তী স্বীকার শায়েস্তাগঞ্জ Rapid ICT কম্পিউটার ট্রেনিং সেন্টারের পুরস্কার বিতরনী অনুষ্ঠান। সাধুহাটি পাকা রাস্তার উদ্বোধন করেছেন নেছার আহমদ এমপি মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবে সংবাদ সম্মেলন সামাজিক সংগঠনের পক্ষ থেকে বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনের আয়োজন। চীন ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর বিরল ফোনালাপ মোবাইল ডাটার মেয়াদ বেঁধে দিয়ে স্মার্ট বাংলাদেশ সম্ভব নয়: মোস্তাফা জব্বার মস্কোতে মিলিত হচ্ছেন পুতিন-শি জিনপিং অচিরেই ফেরত আসছে বাংলাদেশ ব্যাংকের চুরি যাওয়া রিজার্ভ ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস

চাকরি থেকে অব্যাহতি পত্রের নমুনা

  • Update Time : রবিবার, জুলাই ৮, ২০১৮

সাধারণত যাদের সরকারি চাকরি হয় বা নতুন কর্মস্থল সৃষ্টি হয় তাদের একাধিক বারই বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অব্যাহতি নিতে হয়। এক্ষেত্রে পুরাতন কর্মস্থল হতে ইস্তফা নেওয়ার প্রয়োজন পড়ে অথবা চাকরি ছেড়ে দিতে চাইলেও অব্যাহতি পত্রের প্রয়োজন পড়ে। নিম্নে একটি ইস্তফা বা অব্যাহতি পত্রের নমুনা প্রদান করা হলো।

বরাবর,

মানব সম্পদ বিভাগ।

পাওলো ফুটওয়্যার বিডি লিমিটেড।
কর্ণফুলী ইপিজেড, পতেঙ্গা, চট্রগ্রাম।

মাধ্যম: যথাযথ কর্তৃপক্ষ।

বিষয়:চাকরি থেকে অব্যাহতি প্রসঙ্গে।

জনাব/মহোদয়,
বিনীত নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী সহকারি হিসাব রক্ষক, পাওলো ফুটওয়্যার বিডি লিমিটেড। কর্ণফুলী ইপিজেড, পতেঙ্গা, চট্রগ্রাম।। আমি গত ২৪/০৭/২০১৩ খ্রি. তারিখে উক্ত কোম্পানিতে যোগদান করি। এই দীর্ঘ ৫ বছর যাবত সহকারি হিসাব রক্ষক পদে চাকুরীরত ছিলাম বর্তমানে আমার ব্যক্তিগত সমস্যার কারণে ২৫/০৮/২০১৮ খ্রি. তারিখ হতে  স্বেচ্ছায় স্ব-জ্ঞানে চাকুরী হতে ইস্তফা পত্র প্রদান করছি।

অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন অনুগ্রহপূর্বক ২৫/০৮/২০১ খ্রি. তারিখ হতে আমার ইস্তফা পত্র গ্রহণ করিতে আপনার একান্ত মর্জি হয়।

নিবেদক

(নাজমুল)

(স্বাক্ষর)
(পদের নাম) 
প্রতিষ্ঠানের নাম
প্রতিষ্ঠানের ঠিকানা

 

তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

More News Of This Category